হোম খেলাধুলা অবিশ্বাস্য জয়ে সেমির আশা জিইয়ে রাখল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:

চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে টিকে আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। শেষ চারের পথে এগিয়ে যেতে দুই দলের সামনেই জয়ের বিকল্প কোনো পথ খোলা নেই। এমন সমীকরণের মুখে দাঁড়িয়ে দুই দলের বাঁচা-মরার ম্যাচের মাঝে বাগড়া দিয়েছিল বেরসিক বৃষ্টি। সেই বৃষ্টি কিছুক্ষণের জন্য থামলেও পরে আবারও হানা দিয়েছে। শেষ পর্যন্ত আর খেলা মাঠে না গড়ানোয় ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডে ২১ রানে জিতেছে পাকিস্তান।

শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে চলমান বিশ্বকাপের ৩৫তম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্রর রেকর্ড গড়া সেঞ্চুরি ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ৯৫ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। জবাবে রান তাড়ায় দুই দফায় বৃষ্টি আসার আগ পর্যন্ত ২৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২০০ রান তোলেছে পাকিস্তান।

অবিশ্বাস্য এই জয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল বাবর আজমের দল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন