কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মাটিকাটা গ্রামের অবসর প্রাপ্ত সাফি উদ্দিন আহমেদ (৮০) নামের এক ইউপি সচিবের জায়গা দবর দখলের অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ওই সচিব ও তার ছেলে সহকারী জজ আদালত (বাজিতপুর চৌকি) তে ২০২২ সনের ১০৮ নংএ মোকদ্দমা করেন। এ ছাড়া পৈত্রিক সম্পত্তি উদ্ধার ও নিরাপত্তার জন্য কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ছয়সূতী ইউনিয়নের সি,এস/ এস.এস দাগ নং- ৮৫৮ আর/এস দাগ নং ২২০১- শ্রেণী বাড়ি, জমির পরিমাণ ১২ শতাংশে মোঃ খোকন মিয়া (৫০) ও তার দলবল নিয়ে আশরাফুল ইসলাম ওরফে মিরন মিয়া ৪৩ নং সি.এস খতিয়ানের ১২ শতাংশ জায়গা জবর দখল করে নেয়। এ ঘটনায় কুলিয়ারচর সহকারী জজ আদালত (বাজিতপুর চৌকি)তে চলতি বছরের গত ২০ জুন তারিখে একটি মোকাদ্দমা দায়ের করার পর থেকে বিবাদী পক্ষ সচিব পরিবারটিকে প্রাণ নাশের হুমকী দিয়ে আসছে।
এ ঘটনার জেরে বিবাদী পক্ষের লোকজন গত ৭ জুলাই দৈনিক পূর্বকন্ঠ নামক একটি স্থানীয় দৈনিকে ” কুলিয়ারচরে এক প্রবাসীর ভবন নির্মাণে বাধা ও হয়রানীর অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশের নিন্দা সহ ভুক্তভোগী পরিবারটি আদালতের মাধ্যমে সঠিক রায় প্রত্যশা করে বলেন, ফৌজদারী মামলা চলাকালীন অবস্থায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা মিথ্যা, বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। আশরাফুল ইসলাম ওরফে মিরনকে আমরা কখনো হুমকী ধমকী দেইনি। আমাদের পৈত্রিক সম্পত্তি উদ্ধারে আমরা আদালতের দারস্ত হয়েছি। আদালত যে রায় দেয় তা আমরা মেনে নেবো। ১৯৬২ সালে জায়গা গুলো আমাদের নামে রেকর্ড হয়ে আছে।
এ ব্যাপারে আশরাফুল ইসলাম বলেন, জায়গাটি আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া। এটা গন্যমান্য ব্যাক্তিদের জিজ্ঞাসা করে জানতে পারবেন। কাগজপত্র সম্পর্কে আমি জানিনা, আমার বড় ভাইয়েরা জানে।
