খেলাধূলা ডেস্ক :
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গত বিশ্বকাপের পরই সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। দীর্ঘ বিরতির পর আবারও এশিয়া কাপ দিয়ে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে ফিরে তেমন সুবিধা করতে পারেননি তিনি। যার জন্য সমালোচনার মুখে পড়তে হয় তাকে। তবে সব আলোচনা থামিয়ে দিয়ে রোববার (৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দেন ৩৫ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিক এক পোস্টে লেখেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব টি-টোয়েন্টি ফরম্যাটে।
আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’
এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাবেন মুশফিক। মুশফিক তার সেই পোস্টে জানিয়েছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন তিনি। ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে আরও মনোযোগী হতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পা রাখেন মুশি। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে খেলেছেন ১০২টি ম্যাচ। সেই ১০২ ম্যাচে তার রানসংখ্যা ১৫০০। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ারসেরা ৩৫ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুশফিকের ক্যারিয়ার স্ট্রাইক রেট ১১৫.০৮।
