হোম ফিচার অবশেষে চড় প্রসঙ্গে মুখ খুললেন জাডা

বিনোদন ডেস্ক :

অস্কারে চড়-কাণ্ডের বহুদিন পর এ নিয়ে মুখ খুললেন জাডা। তিনি চান এবার উইল স্মিথ ও ক্রিস রক সব মিটিয়ে নেক।

অস্কারের মঞ্চে উইল স্মিথের চড়-কাণ্ডের কথা নিশ্চয়ই মনে আছে সবার? থাকবে নাই-বা কেন? এমন ঘটনা কখনোই ঘটেনি অস্কারমঞ্চে। অস্কারের মঞ্চে কৌতুকশিল্পী ও সঞ্চালক ক্রিস রককে স্মিথের স্ত্রীকে নিয়ে মজা করার ফলে সজোরে চড় মেড়ে বসেন উইল স্মিথ। আর সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

এ নিয়ে অবশ্য পরে ক্ষমা চেয়েছেন উইল স্মিথ। তবে শুরু থেকেই চুপ ছিলেন উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথ। এবার এ নিয়ে জাডার সঞ্চালনায় ‘রেড টেবিল টক’ অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। জাডার এই পর্বটি ছিল অ্যালোপেশিয়া নিয়ে করা বিশেষ একটি পর্ব। আর সেখানেই আবার উঠে আসে উইল স্মিথের সেই চড়-কাণ্ড।

অনুষ্ঠানে জাডা বলেন, ‘এটি অ্যালোপেশিয়ার ওপর সত্যিই একটি গুরুত্বপূর্ণ রেড টেবিল টক। আমার নিজের স্বাস্থ্য নিয়ে আমি কী করেছি এবং অস্কারে কী ঘটেছে, তা বিবেচনা করে হাজার হাজার দর্শক তাদের নিজেদের গল্প আমার কাছে পৌঁছে দিয়েছেন।’ ’জাডার দাবি, অ্যালোপেশিয়ার যন্ত্রণা না জেনেই যখন মানুষ তা নিয়ে মজা করে, সেটা কতটা খারাপ লাগে–ভুক্তভোগীরাই জানেন। তবে সচেতনতারও খামতি আছে। সবাইকে খোলামেলাভাবে এই রোগ নিয়ে জানানো উচিত। অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে রাগের মাথায় স্মিথ যা করেছেন, তার পক্ষ নিচ্ছেন না জাডা। তার মতে, হিংসা কখনোই সমর্থনযোগ্য নয়। তবে স্ত্রীর দাবি, স্মিথের রাগ হওয়ার কারণ তিনি বুঝতে পেরেছিলেন।

পরে জাডা আরও যুক্ত করেন অনেক দিন হয়েছে, এবার স্মিথ ও রকের সবকিছু মিটমাট করে নেয়া উচিত। তার মতে, হলিউডে এই দুই তারকারই প্রয়োজন রয়েছে আর তাই রাগ পুষে না রেখে দুজনেরই সব মিটিয়ে নেয়া দরকার বলে জানান জাডা।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন