হোম খুলনাসাতক্ষীরা অফিসকে দুর্নীতিমুক্ত ঘোষণা করলেন সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাড. শেখ আব্দুস সাত্তার

অফিসকে দুর্নীতিমুক্ত ঘোষণা করলেন সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাড. শেখ আব্দুস সাত্তার

কর্তৃক Editor
০ মন্তব্য 149 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

নিজের অফিসকে দুর্নীতিমুক্ত ঘোষণা করেছেন সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাড. শেখ আব্দুস সাত্তার। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তিনি এ ঘোষনা দেন।

জানা যায়, বিএনপি নেতা ও সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাড. শেখ আব্দুস সাত্তার তার নিজ অফিস দুর্নীতিমুক্ত রাখতে এবং আর্থিক অনিয়মে না জড়াতে সকল স্টাফকে সতর্ক করে দেন। একই সাথে বিচার প্রার্থীদের অবগতির জন্য তিনি তার অফিসের দরজায় নিজেই একটি নোটিশ টানিয়ে দিয়েছেন।

এ ব্যাপারে পিপি অ্যাড. শেখ আব্দুস সাত্তার জানান, আমি পিপি নিযুক্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোন দুর্নীতিকে প্রশ্রয় দেইনি। একই সাথে আমি আসামিপক্ষ দ্বারা কোন রকম প্রভাবিত হইনি। তিনি আরো বলেন, আমি যতদিন এই দায়িত্বে থাকবো, ততদিন আমাকে কেউ কোনভাবেই প্রভাবিত করতে পারবেন না।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন