জাতীয় ডেস্ক :
রাজবাড়ীতে দ্রুত গতির একটি নসিমন চাপায় বর্না আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন।
রোববার (২১ নভেম্বর) দুপুরে তার নিজ বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে। বর্না আক্তার রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর এলাকার হিরা মিয়ার স্ত্রী।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, রোববার দুপুরে নিজ বাড়ির সামনে পাকা রাস্তার ওপরে হাঁটাহাঁটি করছিলেন নয় মাসের অন্তঃসত্ত্বা ওই নারী। এসময় দ্রুত গতির একটি নসিমন তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।
এদিকে, স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত নসিমন ও তার চালককে আটক করা যায়নি। তবে অভিযান চলমান আছে। সেইসঙ্গে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
