হোম খেলাধুলা অনুশীলনে চোট পেয়ে মাঠ ছাড়লেন তামিম

অনুশীলনে চোট পেয়ে মাঠ ছাড়লেন তামিম

কর্তৃক Editor
০ মন্তব্য 138 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

মিরপুরে ঐচ্ছিক অনুশীলনের সময় আঙুলে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মঙ্গলবার (৯ জানুয়ারি) পেসার তাসকিন আহমেদের বলে আঙ্গুলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন খান সাহেব।

ইনজুরির কারণে জাতীয় লিগের বাইরে রয়েছেন তামিম। কিছুদিন আগেই তামিম ঘোষণা দিয়েছেন, বিপিএল দিয়ে মাঠে ফিরবেন তিনি। তবে মঙ্গলবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে ব্যাটিং করার সময় আঙ্গুলে চোট পেয়েছেন তামিম। যদিও পরে জানা গেছে, তামিমের চোট গুরুতর নয়। অনুশীলন চলাকালে তাসকিনের একটি বল এসে তামিমের বাম হাতের তর্জনি আঙুলে আঘাত করে। পরে দ্রুতই অনুশীলন থামিয়ে দেন তিনি।

সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকেই ঐচ্ছিক অনুশীলন করছেন তামিম। বিপিএলকে সামনে রেখে গতকাল কোচ মিজানুর রহমান বাবুলকে সঙ্গে নিয়ে অনুশীলন শুরু করেন তিনি। প্রায় ঘন্টা তিনেক নেটে ঘাম ঝড়িয়ে বিদায় নেন তামিম। আজ আবারো অনুশীলন করেন তামিম।

দীর্ঘদিন ধরেই ইনজুরির সঙ্গে লড়ছেন তামিম। যার কারণে বিশ্বকাপেও খেলতে পারেননি বাংলাদেশের ড্যাশিং ওপেনার। শেষবার তাকে দেখা গিয়েছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে।

আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের। এবার তামিম খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথমবার মাঠে নামবে তামিমের দল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন