আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বজুড়ে বইছে ফুটবল ঝড়, যার কেন্দ্রে রয়েছে কাতার। ফুটবল মহারণের আয়োজক দেশ হিসেবে ইতোমধ্যেই সারা পৃথিবীতে সাড়া ফেলেছে মধ্যপ্রাচ্যের এ দেশটি। সেই দেশেরই এক ট্র্যাফিক পুলিশকে এবার দেখা গেল এক নতুন রূপে। বিশ্বকাপের আবহে বুঁদ হয়ে তিনিও রাস্তায় গাড়ি সামলাচ্ছেন ফুটবল মাঠের রেফারির মতো।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, একজন ট্র্যাফিক পুলিশ রেফারির মতো আচরণ করছেন। কখনও হাত বাড়িয়ে চলন্ত গাড়িকে দিক নির্দেশ করছেন, কখনোবা লাল কার্ড দেখিয়ে থামিয়ে দিচ্ছেন চালককে। একই সঙ্গে ব্যবহার করছেন একটি বাঁশি। হুবহু ফুটবল মাঠের রেফারির মতো সেই বাঁশি বাজিয়ে সতর্ক করছেন রাস্তায় থাকা পথচারীদের।
কিন্তু হঠাৎ এমন আচরণ কেন করছেন তিনি? সেই প্রশ্নের উত্তর নিজের মুখেই জানিয়েছেন ডেনিস মোচু কামাউ নামের ওই ট্রাফিক পুলিশ।
তিনি জানান, বিশ্বকাপ দেখতে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমিয়েছেন কাতারে। আগত পর্যটকদের বেশিরভাগেরই কাতারের ট্র্যাফিক আইন সম্পর্কে কোনো ধারণা নেই। আবার এ পর্যটকরা কোন ভাষায় কথা বলছেন, তা ডেনিসের বোধগম্য নয়। অথচ তার কাজ রাস্তায় যানজট সামলানো। স্বাভাবিকভাবেই ভিনদেশিদের নির্দেশ দিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছিল তাকে।
প্রায়ই বিদেশিদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছিলেন ডেনিস মোচু কামাউ। তাই অনেক ভেবে তিনি ঠিক করেন ফুটবলের ভাষাকেই যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নেবেন।
ফুটবলের মাঠে যেমন খালোয়াড়কে নির্দেশ দেয়ার জন্য রেফারি লাল ও হলুদ কার্ড ব্যবহার করেন; ডেনিসও ঠিক সেইরকম দুটি কার্ড দেখিয়ে পথচারীদের নির্দেশ দিতে শুরু করেন। রেফারিদের মতো বাঁশি ব্যবহার করতেও দেখা গেছে তাকে। আর এমন অভিনব আচরণে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। অনেকেই তার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।
বলাই বাহুল্য, সারা বিশ্ব যে ফুটবলের আনন্দে মাতোয়ারা, সেই ফুটবলের ভাষাই সারা বিশ্বের মানুষকে এক করেছে।
সূত্র: সংবাদ প্রতিদিন
