হোম অন্যান্যসারাদেশ বেনাপোল যুবদলের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

বেনাপোল যুবদলের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 89 ভিউজ

মিলন হোসেন বেনাপোল :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিক—নির্দেশনায় বিএনপির কেন্দ্রীয় সহ—সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এর তত্ত্বাবধায়নে যশোর জেলা যুবদলের সহ— সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুর রহমানের অর্থায়নে মহামারী করোনা ভাইরাসে ১৫০ জন কর্মহীন পরিবার ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার(২০শে মে )বিকাল ৫ টার সময় কর্মহীন পরিবারে, শার্শা উপজেলা,বেনাপোল পৌর ও বেনাপোল কলেজ ছাত্রদলের নেতা—কর্মীদের মাঝে এ ঈদ উপর সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,মোঃ নাজিম উদ্দিন (সভাপতি) বেনাপোল পৌর বিএনপি,মোঃ মাসুদুর রহমান মিলন (যুগ্ম সাধারণ সম্পাদক)শার্শা উপজেলা বিএনপি,মোঃ রায়হানুজ্জামান দিপু(আহবায়ক প্রার্থী) যুবদল,মোঃ রিপন হোসেন (পৌর যুবদল), মোঃমারুফুল ইসলাম (মারুফ) সহ —সম্পাদক ঢাকা মহানগর উত্তর, মোঃ শরিফুল ইসলাম চয়ন (আহবায়ক পদপ্রার্থী ছাত্রদল) শার্শা উপজেলা,মোঃ ওমর ফারুক (সদস্য সচিব) বেনাপোল পৌর ছাত্রদল,ইমরান,ইমন, বিশ্বাস,শাওন, খালিদ, তুহিন,নয়ন, মনিরসহ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন