রাজনীতি ডেস্ক :
বিএনপি একটি অচলাবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। তাই তারা নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বুধবার (৭ ডিসেম্বর) কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, ‘পুলিশের কথা: জনদুর্ভোগ হতে দেবে না, রাস্তায় সমাবেশ করতে দেবে না। কিন্তু বিএনপি মানুষের মধ্যে ভীতি সৃষ্টির জন্য রাস্তায় সমাবেশ করতে চায়।’
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত উদ্দেশ্যমূলকভাবে ১০ তারিখ ঢাকাকে অচল করার ষড়যন্ত্র করছে। সোহরাওয়ার্দী উদ্যানে তাদের জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে। কিন্তু তারা কালক্ষেপণ করছে জায়গা নির্ধারণের ক্ষেত্রে। তারা পুলিশ কমিশনারসহ বিভিন্ন মহলে কথা বলছে।
কূটনীতিকদের মধ্যে মিথ্যাচার করে, ভুল বার্তা দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করা তাদের মূল উদ্দেশ্য। তাই তারা নয়াপল্টনে দুদিন ধরে অবস্থান করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।
কামরুল ইসলাম বলেন, বিএনপির উদ্দেশ্য অসাংবিধানিক সরকারের মাধ্যমে ক্ষমতায় আসা, তাই বিদেশিদের কাছে ধরনা দেয়। আর জনগণের মধ্যে ভীতি সৃষ্টি করে। নির্বাচন তাদের মূল উদ্দেশ্য নয়।
তিনি বলেন, সমগ্র বিশ্ব যেখানে নাজুক অবস্থায় আছে, সেখানে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভীতি সৃষ্টি করা হচ্ছে ব্যাংকে টাকা নেই। কিন্তু প্রধানমন্ত্রী সব পরিস্থিতি সূক্ষ্মভাবে মোকাবিলা করছেন। মানুষের অভাব-অনটন থেকে শেখ হাসিনাই উত্তরণ ঘটাতে পারবেন বলে জনগণ বিশ্বাস করে।
জনগণকে সঙ্গে নিয়ে প্রত্যেক পাড়া-মহল্লায় পাহারা দেয়া হবে, কোনো অবস্থায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না বলে জানান কামরুল ইসলাম।
তিনি বলেন, আগামী নির্বাচন যথাসময়ে হবে, কেউ নির্বাচন বানচাল করতে পারবে না।
এ সময় তিনি বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান।
