জাতীয় ডেস্ক:
পর্যাপ্ত কার্গো ব্যবস্থাপনা নেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এতে রফতানির আগেই গুণগতমান কমে যায় হিমায়িত মাছ-মাংস ও সবজির। তবে থার্ড টার্মিনাল দেখাচ্ছে নতুন দিনের আশাআলো। এতে মালামাল ধারণ ক্ষমতা হবে প্রায় সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন। থাকবে তিন ক্যাটাগরির হিমাগার সুবিধা। তবে কার্গো পরিচালনায় অবহেলা পেলে বিমানকে জরিমানার পরামর্শ বিশেষজ্ঞদের।
শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে যেখানে সুবিধা না থাকায় অর্ধেক পণ্যই রাখতে হয় শেডের বাইরে। কতটা নাজুক হলে দীর্ঘ ৫৩ বছর পেরিয়েও বাড়তি সক্ষমতা তৈরি করতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। এমন অবস্থায় প্রতিকূল আবহাওয়াতে নষ্ট হয় অনেক পণ্য-এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পণ্য রফতানিতেও একই দশা। একটি টিনের শেড থাকায় অতি গরমে গুণগত মান নষ্ট হয় হিমায়িত মাছ-মাংস ও সবজি বলে জানান ভুক্তভোগীরা।
তবে ব্যবসায়ীদের প্রত্যাশা এখন তৃতীয় টার্মিনাল ঘিরে। নতুন এ টার্মিনালে আমদানি-রফতানি পণ্য রাখার সক্ষমতা যেমন বাড়বে, বৃদ্ধি পাবে বিমান চলাচল। এতে পরিবহন ব্যয় অনেকটা কমবে বলেও মনে করেন তারা।
ব্যবসায়ীরা জানান, মার্চ থেকে অক্টোবর পর্যন্ত যখন গরম থাকে তখন হিমায়িত অনেক কাঁচামালামাল নষ্ট হয়ে যায়। টিনসেডের গরমের কারণে। হিমাগার না থাকায় বাধ্য হয়েই রাখতে হয় তাদের।
বিকেএমইএয়ের নির্বাহী সভাপতি মোহাম্মেদ হাতেম বলেন, মাঝে মাঝে শাহজালাল বিমানবন্দর থেকে সিতে (বিমান) করে কলম্বো যাওয়া হয় মালামাল নিয়ে, আবার মাদার ভেসেলে না গিয়ে বিমানে যাওয়া হচ্ছে; এরকম কিন্তু হচ্ছে। সেই ক্ষেত্রে ওখানকার জায়গাতে রেটটা কম। দেশে নতুন তৃতীয় টার্মিনাল চালু হলে এখানে যখন অনেকগুলো এয়ারলাইন্স কার্গো বিমান চালু করবে, তখন কিন্তু সেই আমাদের রেটের লভ্যাংশ নিতে পারব।
সম্প্রতি সময় সংবাদকে কর্ম তৎপরতার পাশাপাশি কার্গো হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বিমানকে আরও দায় নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ ইমতিয়াজ উদ্দিন।
তিনি বলেন, সিভিল এভিয়েশনের সঙ্গে বিমানের সার্ভিস পর্যায়ে চুক্তি স্বাক্ষর করতে হবে যে এত মিনিটের মধ্যে এ জিনিসগুলো ছাড়পত্র দিতে হবে, না হলে জরিমানা করা হবে।
বর্তমানে আড়াই লাখ মেট্রিক টন পণ্য আমদানি-রফতানির ধারণ ক্ষমতা রয়েছে পুরানো কমপ্লেক্সে। তবে তৃতীয় টার্মিনালে এ ধারণক্ষমতা হবে প্রায় সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন। থাকবে তিন ক্যাটাগরির হিমাগার সুবিধা।