হোম অন্যান্যসারাদেশ হোসেনপুরে বিয়ের প্রলোভনে পড়ে ধর্ষণে অন্ত:সত্ত্বা এক কিশোরী

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের প্রলোভনে পড়ে ধর্ষণে অন্ত:সত্ত্বা হয়ে পড়েছেন এক কিশোরী। শিশুর পিতৃ পরিচয়ের স্বীকৃতি পেতে অনিক হাসান ছোটন নামের এক যুবকের বিরুদ্ধে কিশোরী বাদী হয়ে করেছেন মামলা।

জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের নৈপুরুয়া গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে অনিক হাসান ছোটন (২০) একই ইউনিয়নের লাকুহাটি গ্রামের ওই কিশোরীর সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত বছরের ১ আগষ্ট কিশোরীর মা হাসপাতালে থাকার সুবাদে খালি বাড়ি পেয়ে ছোটন বিয়ের প্রলোভনে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনার পর কিশোরী অন্তঃসত্তা হয়ে পড়েন।

বিষয়টি তার মা জানতে পেরে গোপনে ছোটনের সাথে যোগাযোগ করতে থাকেন। ছোটন তাদেরকেও বিয়ের আশ্বাস দিয়ে সময় ক্ষেপন করতে থাকেন।

এদিকে ওই কিশোরীর গর্ভের সন্তান ভূমিষ্ট হলে ছোটন কিশোরী ও তার সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করেন।

পরে ওই কিশোরী বাদি হয়ে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং- ১ এ একটি এজাহার দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে হোসেনপুর থানাকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিদর্শে দেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা বিজ্ঞ আদালতের নির্দেশনায় একটি নারী নির্যাতন মামলা রুজু করে আসামী অনিক হাসান ছোটনকে গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রেখেছি। দ্রুত আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন