হোম অর্থ ও বাণিজ্য সোমবার থেকে আমদানি-রপ্তানির সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা এনবিআর কর্মীদের

সোমবার থেকে আমদানি-রপ্তানির সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা এনবিআর কর্মীদের

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

অনলাইন ডেস্ক:
সোমবার থেকে সারাদেশে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতির ডাক দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ। তবে, আন্তর্জাতিক যাত্রীসেবা, ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের আমদানি এ কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

এনবিআরকে দুইভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলসহ ৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন আয়কর, কাস্টমস ও ভ্যাট কর্মকর্তারা।

রোববার সকাল ৯টা থেকে রাজস্ব ভবনের নিচে পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু করেন তারা। এদিন বিকেলে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা নতুন কর্মসূচির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তারা দাবি পূরণের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা প্রদান করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে উপ কর কমিশনার আব্দুল কাইয়ুম বলেন, ‘আগামীকাল থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতিত কর কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। অর্থাৎ সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ওষুধ ও জীবন রক্ষাকারী পণ্য এই কর্মসূচির আওতার বাইরে থাকবে।’

গত ২৩ মে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করা হবে রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটিসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করেই—এমনটি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রয়োজনীয় সংশোধনীর পরেই এ অধ্যাদেশ বাস্তবায়ন করা হবে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ফলে এখনই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত হচ্ছে না।

গত ২৩ মে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে ঐক্য পরিষদ। গত ১২ মে মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এতে আপত্তি জানিয়ে প্রজ্ঞাপন বাতিলের দাবি তোলেন আয়কর ও শুল্ক ক্যাডারের সদস্যরা।

পরদিন এনবিআরের আওতাধীন সব কার্যালয়ে কলম বিরতি কর্মসূচির পালনের সিদ্ধান্ত নেয় রাজস্ব কর্মকর্তারা। এরপর থেকে অসহযোগসহ নানা ধরনের কর্মসূচি পালন করে আসছে এনবিআরের কর্মকর্তারা। তবে, এ সময় আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি এবং এনবিআরের জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির বাইরে রাখা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন