হোম আন্তর্জাতিক সিরিয়ার এলাকা দখল করেছে ইসরায়েল, রাশিয়ার হুঁশিয়ারি

সিরিয়ার এলাকা দখল করেছে ইসরায়েল, রাশিয়ার হুঁশিয়ারি

কর্তৃক Editor
০ মন্তব্য 7 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ায় ‘বেআইনি কর্মকাণ্ড’ নিয়ে ইসরায়েলের দিকে আঙুল তুললো রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বুধবার (৮ ডিসেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, ইসরায়েলি বাহিনী সিরিয়ার মোট ৫০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে।

সিরিয়ায় ইসরায়েলের এসব ‘বেআইনি কর্মকাণ্ড’ দেশটির ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন ভ্যাসিলি নেবেনজিয়ার। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের অসংখ্য প্রস্তাবসহ আন্তর্জাতিক আইনি সিদ্ধান্তের গুরুতর লঙ্ঘন। পশ্চিম জেরুজালেমের অভিযান সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

২০২৪ সালের শেষের দিকে সিরিয়ার শাসক বাশার আল আসাদের সরকারের পতনের পর সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরায়েল। তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিরিয়ার অঞ্চল দখল করতে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে গোলান মালভূমি থেকে দেশগুলোর মধ্যে জাতিসংঘ-প্রতিষ্ঠিত বাফার জোন দখলে নিয়েছে নেতানিয়েহুর বাহিনী।

রাষ্ট্রদূত বলেন, ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণের পাশাপাশি (সিরিয়ার) অনেক অঞ্চলে সহিংসতার ঢেউ বেসামরিক নাগরিকদের মধ্যে দুর্ভোগ ও হতাহতের ঘটনা ঘটায়। বেসামরিক অবকাঠামো স্থাপনাগুলোর কার্যক্রমও ব্যাহত করছে।

রুশ কূটনীতিক বলেন, মানবিক সহায়তা প্রদান এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে সিরিয়ার জনগণকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে মস্কো। রাশিয়া এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে, যাতে সিরিয়ার জনগণ দেশে ফিরে যেতে পারে।

২০২৪ সালের ডিসেম্বরের শুরুতে হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস) আন্দোলনের নেতৃত্বে এক আকস্মিক অভিযানের মাধ্যমে আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়। এই অভিযানে কয়েক দিনের মধ্যে সিরিয়ার সামরিক বাহিনী ভেঙে পড়ে। পরে প্রেসিডেন্ট পদত্যাগ করেন এবং মস্কোতে পালিয়ে যান।

আসাদ সরকারের সঙ্গে রাশিয়ার সামরিক সহায়তা চুক্তি ছিল। ডিসেম্বরের শেষের দিকে এইচটিএস প্রধান এবং দেশের ডি ফ্যাক্টো নেতা আহমেদ হুসেন আল-শারা বলেছিলেন, রাশিয়ার সাথে ভালো সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে দামেস্কের এখনো ‘কৌশলগত স্বার্থ’ রয়েছে। নতুন কর্তৃপক্ষ চায় না রাশিয়া সিরিয়া থেকে বেরিয়ে যাক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন