হোম আন্তর্জাতিক সিন্ধু পানি চুক্তি স্থগিত নিয়ে মধ্যস্থতাকারী বিশ্বব্যাংককে কিছুই জানায়নি ভারত

সিন্ধু পানি চুক্তি স্থগিত নিয়ে মধ্যস্থতাকারী বিশ্বব্যাংককে কিছুই জানায়নি ভারত

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি (IWT) স্থগিত রাখার সিদ্ধান্ত সম্পর্কে ‘মধ্যস্থতাকারী’ বিশ্বব্যাংককে কিছুই জানায়নি ভারত। সূত্রের বরাতে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।

১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সই হওয়া চুক্তিতে সিন্ধু নদীর পানি ব্যবহারের বিষয়ে প্রতিবেশী দেশগুলোর অধিকার এবং বাধ্যবাধকতা নির্ধারণ ও সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ ছয় বছর আলোচনার পর নেহেরু এবং আইয়ুব খান এটিতে সই করেছিলেন।

এই চুক্তির মাধ্যম সিন্ধু, ঝিলাম এবং চেনাব নদীর পানি পাকিস্তানকে এবং পূর্বাঞ্চলীয় নদী – রবি, বিয়াস এবং শতদ্রু-এর পানি ভারতকে দেওয়া হয়েছিল। এতে বাঁধ, সংযোগ খাল, ব্যারেজ এবং নলকূপ, অর্থাৎ তারবেলা এবং মঙ্গলা বাঁধ নির্মাণের জন্য অর্থায়ন এবং নির্মাণের ব্যবস্থাও করা হয়েছিল। এই চুক্তির আওতায় প্রতিটি দেশের একজন কমিশনারের নেতৃত্বে একটি স্থায়ী সিন্ধু কমিশন গঠনেরও প্রয়োজন ছিল।

গত মঙ্গলবার বিকেলে ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ করে ভারত। এরপর থেকেই নয়াদিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয়। ইসলামাবাদও নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে শুরু করে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আলী মুর্তজাকে একটি চিঠি লেখেন। চিঠিতে ‘ভারত চুক্তি স্থগিত করছে’ এবং ‘অবিলম্বে তা কার্যকর’ হবে বলে জানিয়ে দেওয়া হয়।

সরকারি সূত্রের বরাতে দ্য হিন্দু জানিয়েছে, চুক্তি নিয়ে ভারতের অবস্থান পাকিস্তানকে জানানো হয়েছে। তাই এ ব্যাপারে বিশ্বব্যাংককে জানানোর কোনো প্রয়োজন নেই।

এ বিষয়ে বিশ্বব্যাংকের একজন মুখপাত্র বলেছেন, চুক্তি নিয়ে সদস্য দেশগুলো সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে কোনো মতামত দেয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন