হোম অন্যান্য সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের আদেশ

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের আদেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

অনলাইন ডেস্ক:
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর নামে থাকা ৫৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৯২ টাকার সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ১৯.৮২ একর জমি, তিনটি বাড়ি, দুটি ফ্ল্যাট, ১৯টি ব্যাংক অ্যাকাউন্ট ও ১৬টি গাড়ি আছে।

রবিবার (১২ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে এদিন হেনরীর সম্পত্তি জব্দের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। দুদকের পক্ষে শুনানি করেন দুদক আইনজীবী মো. রেজাউল করিম রেজা।

জব্দ করা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে, সিরাজগঞ্জের মুজিব সড়কে থাকা ৭ তলা বাড়িসহ জমি, একই জেলার ভূতেরদিয়ারে জমিসহ বাড়ি, সদানন্দপুরে জমিসহ ফ্ল্যাট, রাজধানীর মিরপুরে থাকা একটি ফ্ল্যাট ও সিরাজগঞ্জের রতনকান্দির বাহুবায় থাকা দোতলা ভবন। এসব সম্পত্তির দলিলমূল্য ৫ কোটি ২২ লাখ ১৪ হাজার টাকা।

এছাড়াও জব্দ করা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় জান্নাত আরা হেনরীর নামে থাকা ১৯.৮২ একর জমি। এসব জমি ৪০টি দলিলে ক্রয় করা হয়েছে। এসব জমির দলিলমূল্য ১১ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ছয়শত ২৯ টাকা।

এছাড়া অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে বিভিন্ন ব্যাংকে থাকা হেনরীর ১৯টি ব্যাংক অ্যাকাউন্ট। দুদকের তথ্য অনুযায়ী, জান্নাত আরা হেনরীর নিজ নামে, ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে সঞ্চয়ী, চলতি, ডিবিএস, এসএনডি ও এফডিআরসহ বিভিন্ন অ্যাকাউন্টে মোট ৫৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৯২ টাকা রয়েছে। এর মধ্যে যমুনা ব্যাংকের ১০টি, ন্যাশনাল ব্যাংকের ৭টি, ব্যাংক এশিয়ার ২টি।

তার নিজ ও যৌথ নামে অর্জিত এসব জ্ঞাত আয়বহির্ভূত এবং অসাধু উপায়ে অর্জিত অর্থ যাতে হস্তান্তর না করতে পারে, সেজন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪-২২ ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ১৮ বিধিমতে হিসাব অবরুদ্ধকরণ করা হয়।
দুদকের তদন্তকালে জান্নাত আরা হেনরীর নামে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকে (আরজেএসসি) নিবন্ধিত ৪টি লিমিটেড কোম্পানিতে মালিকানা/বিনিয়োগের তথ্য পাওয়া যায়। এসবের মালিকানা হস্তান্তর রোধ করার আদেশ দেওয়া হয়েছে।

এর মধ্যে হেনরি অপটিক্যাল ফাইবার লিমিটেডে ৩৫ হাজার শেয়ার, এআরএল ইকু ব্রিকস লিমিটেডে ৫০ হাজার শেয়ার, জেসমিন কনসটেক লিমিটেডে ৩৪ হাজার শেয়ার, ইআরএলএ লিমিটেডে ১ হাজার ৫০০ শেয়ার রয়েছে। এসব বিনিয়োগের মূল্য ধরা হয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা।

এদিকে জান্নাত আরা হেনরীর নামে থাকা ১৬টি গাড়ি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এসব গাড়ির মোট মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।
দুদকের আবেদনে বলা হয়, মামলার এজাহার নামীয় আসামি সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির মাধ্যমে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও নিজ ভোগ দখলে রাখার অভিযোগ অনুসন্ধানাধীন। এছাড়া ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকার এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করেছেন অভিযুক্ত হেনরী।

আবেদনে বলা হয়, মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে এসবের রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় হেনরীর বিরুদ্ধে সূত্রস্থ মামলাটি রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।

উল্লেখ্য, বর্তমানে জান্নাত আরা হেনরী ও তার স্বামী মো. শামীম তালুকদার লাবু গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন