হোম অন্যান্যসারাদেশ সাইকেল চুরির সময় মোংলায় দুই চোরকে গনধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

মোংলা প্রতিনিধি :

রাতের আধারে সাইকেল চুরির সময় সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গনদোলাই দিয়ে চোরাই সাইকেলসহ পুলিশে দিয়েছে এলাকাবাসী। এঘটনায় থানায় এজাহারের জন্য লিখিত আবেদন করেছেন স্থানীয় এক বাসিন্ধা। পুলিশি পাহারায় দুই চোরকে মোংলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ সিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার(১৩ জুলাই) রাত সাড়ে ১০ টার সময় মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের চৌরিডাঙ্গার পশ্চিম পাড়া খাঁ বাড়ী থেকে একটি বাইসাইকেল চুরি করে নেয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে মোঃ সওকত আলী(৩৮) ও মোঃ মোন্তাজ শেখ(২৫)। এর পর উপস্থিত জনতা গনদোলাই দিয়ে দুই চোর কে হস্তান্তর করে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলামের কাছে। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে দুই চোরকে উদ্ধার করে রাতেই মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি করান।

বুধবার বিকাল পর্যন্ত তাদের কে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছিল। এঘটনায় সংঘবদ্ধ দুই চোর কে আসামী করে মোংলা থানায় মামলা দায়েরে জন্য লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্ধা বনি আমিন ফকির।

মোংলা থানার অন্তরগত চটেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জাহিদ হোসেন জানান, মঙ্গলবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোর চক্রের দুই জনকে আটক করেন। স্থানীয়দের হামলার শিকার হয়ে আহত থাকায় রাতে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ পাহারায় তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন