সৌরভ মন্ডল,দাকোপঃ
খুলনার দাকোপ উপজেলার ৯নং বানীশান্তা ও ৩ নং লাউডোব ইউনিয়নে নতুন করে ১৩টি গ্রামের ১০১৩ পরিবারকে পল্লী বিদ্যুৎ সংযোগের মধ্যমে বিদ্যুৎতের আওতায় আনা হয়।
আজ রবিবার সকালে বিনাক পানি মধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে পল্লীবিদ্যুত বাজুয়া শাখার উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে সলযোগ দুইটি চালু করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মাননীয় সাংসদ এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার (এমপি)।
তিনি তার বক্তব্যে বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলার ঘরে ঘরে বিদ্যুৎতের আলো জ্বলবে।তার স্বপ্ন পূরনে আরো এক ধাপ এগোলো দাকোপ। এসময় তিনি পল্লী বিদ্যুৎ ও তার কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দাকোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরজিত রায়, কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির মন্ডল, বানিশান্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদেব রায়, বাজুয়া পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি মানস মুকুল রায় সহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।