স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের আগে দারুণ ছন্দে ছিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে হয়েছিলেন দলের সহঅধিনায়কও। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে অর্ধশতক হামিয়ে দলকে জয়ও এনে দিয়েছিলেন। কিন্তু এর পর থেকে আর রানই করতে পারেননি শান্ত। আর কোনো ম্যাচেই দুই অঙ্কের রানের দেখা পাননি তিনি। এই টপ অর্ডার ব্যাটারের রান না পাওয়ার কোনো কারণই খুঁজে পাচ্ছেন না কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বিপিএলের গত আসরের পর থেকেই শান্তর ব্যাটে রানের জোয়ার। বিশ্বকাপের আগে তিনিই ছিলেন চলতি বছর বাংলাদেশের সবচেয়ে বেশি রান করা ব্যাটার। ১৪ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৫টি অর্ধশতক মিলিয়ে ৪৯.৮৫ গড়ে ৬৯৮ রান করেছিলেন তিনি।
বিশ্বকাপে প্রথম ম্যাচে ৫৯ রানের ইনিংস খেলার পর মনে হচ্ছিল দারুণ একটা বিশ্বকাপ কাটাতে যাচ্ছেন শান্ত। কিন্তু এরপর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন এই টপ অর্ডার ব্যাটার । বাকি ছয় ম্যাচের কোনটিতেই আর দুই অঙ্কের রানও করতে পারেননি। অন্তত পাঁচটি ম্যাচে বাজে শট খেলে আউট হয়েছেন। অফ স্টাম্পের বল তাড়া করে স্লিপে ক্যাচ দেওয়া থেকে শুরু করে লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়েও কট বিহাইন্ড হয়েছেন।
দারুণ শুরুর পর শান্তর এমন ছন্দপতনের কারণ খুঁজে পাচ্ছেন না টাইগারদের কোচ হাথুরুসিংহে। দিল্লিতে রোববার অনুশীলন শুরুর পর সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে দার্শনিকতায় আশ্রয় নিলেন বাংলাদেশের কোচ।
শিষ্যের রানখরা নিয়ে তিনি বলেন, ”হ্যাঁ। ওর (শান্ত) সঙ্গে সার্বক্ষণিক কথা হচ্ছে। আমরা (সমস্যার) কিছুই পাইনি। টেকনিক্যাল কিছু নেই এখানে। শুধুই দুর্ভাগ্য। যে কোনো ব্যাটসম্যান প্রথম ৫-১০ বলের মধ্যে আউট হতে পারে। বিশেষ করে টপ-অর্ডার ব্যাটাররা কারণ তখন বলের মুভমেন্ট থাকে এবং আপনি সবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। আমার মনে হয় না, (শান্তর) টেকনিক নিয়ে কিছু করার আছে। দুর্ভাগ্যবশত এটিই ক্রিকেট, এটিই খেলার সৌন্দর্য।’
চলতি বিশ্বকাপে ৭ ম্যাচ মিলিয়ে মাত্র ৮৭ রান করেছেন শান্ত।