হোম অর্থ ও বাণিজ্য রাষ্ট্রায়ত্ত অগ্রণী ও বেসরকারি ন্যাশনাল ব্যাংকে খেলাপি ঋণ বেশি

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ও বেসরকারি ন্যাশনাল ব্যাংকে খেলাপি ঋণ বেশি

কর্তৃক Editor
০ মন্তব্য 110 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

এক বছরে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। খেলাপি এসব ঋণের বড় অংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে এবার সবচেয়ে বেশি খেলাপি হয়েছে অগ্রণী ব্যাংকে। বেসরকারি ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংকে খেলাপির পরিমাণ বেশি।

বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৮১ কোটি টাকা। এর মধ্যে শুধু অগ্রণী ব্যাংকের খেলাপির পরিমাণ ১৮ হাজার ৯৫ কোটি টাকা।

অগ্রণীর পরে খেলাপির তালিকায় আছে আরেক রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। বছর শেষে ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৫০১ কোটি টাকা।

খেলাপি ঋণের তালিকায় জনতার পরে উঠে এসেছে সোনালি ব্যাংকের নাম। ব্যাংকটিতে খেলাপি ঋণ ১৩ হাজার ১৫০ কোটি টাকা।

রাষ্ট্রায়ত্ত ব্যাংক তিনটির পর খেলাপি ঋণ সবচেয়ে বেশি বেসরকারি ন্যাশনাল ব্যাংকে। বেসরকারি ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ ১২ হাজার ৩৬৮ কোটি টাকা।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর শতাংশের হিসাবে খেলাপি বেশি বিশেষায়িত ব্যাংকগুলোতে। এসব ব্যাংকের দেয়া ঋণের খেলাপির পরিমাণ প্রায় ১৪ শতাংশ, যা টাকার হিসাবে ৫ হাজার ৬৯৯ কোটি টাকা।

শতাংশে পিছিয়ে থাকলেও টাকার অংকে সবচেয়ে বেশি ঋণ খেলাপি হয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে। এসব ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৮১ কোটি টাকায়, যা বিতরণ করা ঋণের প্রায় ৬ শতাংশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন