শিক্ষা ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটির ওপর অনাস্থা জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর ও একজনকে মারধরের অভিযোগ উঠেছে পদবঞ্চিতদের বিরুদ্ধে।
রোববার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দলীয় ট্রেন্টে পদবঞ্চিত নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় সদ্য কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) পোস্ট দেন তারা।
এর আগে শনিবার (২১ অক্টোবর) রাতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর থেকে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, দীর্ঘ সাত বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের এক মাস পর শনিবার রাতে সভাপতি ও সম্পাদকসহ ৩৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে স্থান না পাওয়ায় রোববার (২২ অক্টোবর) দুপুর থেকে পদবঞ্চিতরা লাইব্রেরি চত্বরের পেছনে একজনকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেন।
এরআগে নেতাকর্মীরা ভাঙচুর চালান নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের মাদার বখ্স হলের ১১৫ নম্বর কক্ষ। নতুন কমিটির ওপর অনাস্থা জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন দেন ছাত্রলীগ নেতাকর্মীদের একাংশ।
পদবঞ্চিতদের অভিযোগ, ছাত্রত্ব না থাকার পরও কেন্দ্রীয় শীর্ষ নেতাদের টাকা দিয়ে ম্যানেজ করে নেতা হয়েছেন তারা। নবঘোষিত সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ, তিনি উচ্চ মাধ্যমিক পাস করে ছাত্রলীগের শীর্ষ পদে এসেছেন।
এ বিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদকের আব্দুল্লাহ হিল গালিবের মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে অপীতিকর ঘটনায় এড়াতে পুলিশ প্রশাসনকে সজাগ থাকার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আসাবুল হক।
এ অবস্থায় পদবঞ্চিতরা রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক নবনির্বাচিত কমিটির নেতাকর্মীদের ওপর অনাস্থা প্রকাশ করবেন। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় সূত্র।