হোম আন্তর্জাতিক যুদ্ধবিরতির পর ইউক্রেনে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতির পর ইউক্রেনে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
মস্কো ও কিয়েভ দ্রুত একটা শান্তিচুক্তি করতে পারলে বছরান্তে ইউক্রেনে সাধারণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ প্রতিনিধির বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়া ও ইউক্রেন বিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি কিথ কেলগ বলেছেন, যুদ্ধের কারণে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত হয়ে পড়েছিল। সেটা দ্রুতই আয়োজন করা দরকার।

তিনি আরও বলেছেন, অধিকাংশ গণতান্ত্রিক দেশে যুদ্ধের সময়েও নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা প্রয়োজন বলেই আমি মনে করি। আমার বিশ্বাস, এটা গণতন্ত্রের জন্যও ভালো। আর গণতন্ত্রের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে, জনগণের হাতে একের অধিক ব্যক্তি থাকেন ভোট দেওয়ার জন্য।

ট্রাম্প এবং কেলগ উভয়েই বলেছেন, যুদ্ধ থামাতে প্রথম কয়েক মাসের মধ্যেই একটি চুক্তি সম্পাদন করার পরিকল্পনা করছে নতুন প্রশাসন। তবে তাদের কৌশল বা পরিকল্পনা সম্পর্কে খুব কম তথ্য প্রকাশ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রশাসনিক কর্মকর্তা এবং একজন সাবেক কর্মকর্তার বরাতে জানা গেছে, যুদ্ধবিরতির প্রাথমিক ধাপ হিসেবে নির্বাচন আয়োজনের জন্য ইউক্রেনকে চাপ দেওয়ার বিষয়ে আলোচনা করছেন ট্রাম্পের প্রশাসনিক কর্মকর্তারা। তবে এই প্রস্তাব এখনও নীতিগত সিদ্ধান্তে রূপান্তরিত হয়নি।

এছাড়া, প্রাথমিক যুদ্ধবিরতি নিশ্চিত করা গেলে পরবর্তীতে স্থায়ী চুক্তির চেষ্টা করা হবে কিনা তা নিয়েও আলোচনা করছেন তারা। ইউক্রেনে যদি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বিজয়ী প্রার্থী মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নিয়ে আলোচনা করার দায়িত্ব পেতে পারেন।

অবশ্য ট্রাম্পের প্রস্তাবে ইউক্রেনের সম্ভাব্য প্রতিক্রিয়া এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, যুদ্ধের অবসান হলে এবং ভবিষ্যৎ রুশ আগ্রাসন নিবৃত্তকরণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলে চলতি বছর নির্বাচন আয়োজনের চেষ্টা করতে পারে তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন