মোংলা প্রতিনিধি :
“ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো” গানের স্রষ্টা ও বাংলা সাহিত্যের প্রেম ও দ্রোহের কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ’র ৬৫তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে মোংলায়। দিনটি স্মরণে নানা কর্মসূচি পালন করে রুদ্র স্মৃতি সংসদ ও সস্মিলিত সংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন।
শনিবার সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে মোংলায় মিঠাখালীতে কবির সমাধীতে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। শোভাযাত্রটি মিঠাখালী বাজার থেকে শুরু করে চাঁদপাইর মোড় প্রদক্ষীন করে কবির সমাধীতে গিয়ে শেষ হয়।
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন দ্রোহ ও প্রেমের কবি। গত শতাব্দীর আশির দশকে পাঠক ও শ্রোতাদের প্রিয় হয়ে ওঠা কবিদের মধ্য একজন তিনি। ডাঃ শেখ ওয়ালিউল্লাহ এবং শিরিয়া বেগমের সংসারে জন্ম নেয়া রুদ্রের পৈতৃক বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার অন্তর্গত সাহেবেরমেঠ গ্রাম। উচ্চ-মধ্যবিত্য পরিবারের ছেলে রুদ্রের শৈশবের বেশিরভাগ সময় কেটেছে নানা বাড়ি মিঠেখালি গ্রামে।
১৯৫৬ সালের এই দিনে বাবার কর্মস্থল বরিশালের আমানতগঞ্জ রেড ক্রস হাসপাতালে জন্ম নেন প্রতিভাবান এই কবি।