হোম অন্যান্যসারাদেশ মাগুরায় সাংবাদিক রোজিনার উপর হেনস্থা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মাগুরা অফিস :

প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের হেনস্থা, মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় শহরের কলেজ রোডে প্রথম আলো বন্ধু সভা মাগুরা এ মানববন্ধনের আয়োজন করে।

এ সময় তাদের সাথে একাত্বতা ঘোষণা করে এ মানববন্ধনে যোগ দেয় মাগুরা প্রেসক্লাব ও বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা শাখা। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে মাগুরা প্রথম আলো বন্ধু সভার সাধারণ সম্পাদক সোহেল সিদ্দিকী মিঠুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা শাখার সভাপতি মমতাজ বেগম, জেলা ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, বাসদ কেন্দ্রীয় পাঠচক্রের সদস্য প্রকৌশলী শম্পা বসু ও প্রথম আলো’র জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান প্রমুখ।

অপরদিকে, বুধবার সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আয়োজনে সাংবাদিক রোজিনা’র উপর হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জাসদ মাগুরা শাখার সভাপতি সৈয়দ ওহিদুল ইসলাম, সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবতী প্রমুখ।

উভয় মানববন্ধন থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়া এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন