হোম অন্যান্যসারাদেশ মাগুরায় যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

মাগুরা অফিস :

মাগুরার মহম্মদপুরে কালুকান্দি গ্রামের একটি পুকুর থেকে রবিবার (৬ জুন) সকালে আজিজুর রহমান (৩০) নামে এক যুবকের মস্তকবিহীন খন্ডিত লাশ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ। লাশটি একটি বস্তার পলিথিনে মোড়ানো অবস্থায় ছিলো। তবে নিহতের একটি পা ও মাথার এখনো সন্ধান মেলেনি।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, আজিজুর রহমান (৩০) মাগুরা সদর উপজেলার সংকোচখালি গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। ছোটবেলায় তার বাবা মা মারার যাওয়ার পর থেকেই বিনোদপুর ইউনিয়নের কালুকান্দি গ্রামে তার নানা আবুল কাশেমের বাড়িতে থেকে বড় হয়েছে। সে ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

গতকাল শনিবার আজিজুর সকালে বাসা থেকে যশোরের উদ্যেশে রওনা হন। দুপুর ১২ টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরে রবিবার সকালে কালুকান্দি গ্রামের মতিয়ার মোল্যা পুকুরে স্থানীয় লোকজন রক্তাক্ত একটি বস্তা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে বস্তাটি উদ্ধার করলে তার ভিতর মাথা ও একটি পা বিহীন লাশ পাওয়া যায়।

পরে লাশের পরিহিত পোষাক দেখে এটি আজিজুর রহমানের মরদেহ বলে দাবি করে তার ছোট ভাই হাবিবুর রহমান। লাশের মাথাসহ বাকি অংশ উদ্ধার, খুনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত লাশের অংশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন