হোম অন্যান্যসারাদেশ মাগুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ৬ বছরের শিশু নিহত

মাগুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ৬ বছরের শিশু নিহত

কর্তৃক Editor
০ মন্তব্য 167 ভিউজ

মাগুরা অফিস:

মাগুরা-যশোর সড়কে শহরের ভায়না মৎস্য অফিসের সামনে বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় বরকতুল্লাহ নামে (৬) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত বরকতুল্লাহ শহরের ভায়না টিবি ক্লিনিক পাড়ার বাসিন্দা ও মাগুরা সদর হাসপাতালের ওয়ার্ড বয় নূর আলমের ছেলে। সে মাগুরা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিলো।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসএই) রিপন জানান, বৃহস্পতিবার দুপুরে বরকতুল্লাহসহ কয়েকজন শিশু রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসপি গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাস শিশুটিকে ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বাসটিকে জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন