হোম অন্যান্যসারাদেশ মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 171 ভিউজ

মাগুরা অফিস :

প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি’ এ প্রতিপাদ্য নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ বৃহস্পতিবার মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে।
সকালে জেলা ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। এসময় মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশনের উপ-সহকারি পরিচালক মাসুদ সরদার ও স্টেশন অফিসার সোহাগ উজ-জ্জামান উপস্থিত ছিলেন। পরে মাগুরা ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িবহর নিয়ে শহরে জনসচেতনতামূলক র‌্যালী বের করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, দুর্যোগ দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ফায়ার সার্ভিসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গতি, সেবা ও ত্যাগের মূলমন্ত্র নিয়ে বাংলাদেশের অগ্নি প্রতিরোধসহ সকল দুর্যোগ মোকাবেলায় কাজ করছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স।
এছাড়া অগ্নি প্রতিরোধ ও দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতামূলক প্রচারনা, লিফলেট বিতরণ ও পরামর্শ প্রদানসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বলে অনুষ্ঠানে উপ-সহকারি পরিচালক মাসুদ সরদার জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন