হোম খুলনাযশোর মনিরামপুরে ভেড়ী বাঁধ ভেঙ্গে হাজার বিঘা ফসলী জমি প্লাবিত

মনিরামপুরে ভেড়ী বাঁধ ভেঙ্গে হাজার বিঘা ফসলী জমি প্লাবিত

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

রিপন হোসেন সাজু:

যশোরের মনিরামপুর উপজেলার মৎস্য ভান্ডার নামে খ্যাত হরিণা খালের বেড়ি বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে কৃষকের সবুজ বোরো ধান। এতে নষ্ট হয়েছে বাঁধ সংলগ্ন ঘেরের ভিতরে রোপন করা কৃষকের ১২শ বিঘা জমির বোরো ধান ও ভেসে গেছে কোটি টাকার মাছ। সব মিলিয়ে ক্ষতি পরিমান প্রায় ৫ কোটি টাকা হবে বলে স্থানীয়রা জানিয়েছেন। শনিবার ভোররাতে বাঁধ ভেঙ্গে যাওয়ার ঘটনাটি ঘটে উপজেলার হরিনা-আসাননগর বিলের খালের মাঝখানে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের একটি খাল। ওই খাল দিয়ে ২৭ বিলের পানি নিস্কাশন হয়ে ভবদহ ডায়ের খালে গিয়ে পড়ে। খালের দুই পাশ উচু করে বেড়ি বাঁধ দেওয়া রয়েছে। খালের বেড়ি বাঁধ সংলগ্ন পূর্ব পাশে বিমল কুমার মন্ডল নামে এক ব্যক্তির প্রায় ১২শ বিঘা জমিতে ঘের রয়েছে। ওই ঘেরে মাছ চাষ করার পাশাপাশি পানি নিষ্কাশন করে সাদা জমিতে এলাকার কৃষকরা বোরো আবাদ করে আসছে। শনিবার ভোররাতে বিলের মাঝখানে খালের বেড়ি বাঁধ ধসে পড়ে ঘেরের মধ্যে কৃষকের রোপন করা সবুজ বোর ধান তলিয়ে গেছে। ভেসে গেছে ঘেরে থাকা বিভিন্ন প্রজাতির কোটি টাকার মাছ।

এরপর স্থানীয় এলাকাবাসী সকাল থেকে সম্মলিত প্রচেষ্টায় বাঁশ বালির বস্তা দিয়ে বাঁধ মেরামতের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। পরে তারা হরিনা ও আসাননগর ব্রীজের মুখ বাঁধ দিয়ে আটকানোর চেষ্ঠা করে। তবে স্থানীয় অভিযোগ করে বলেন, ঘটনার পর এলাকাবাসী বাঁধ মেরামতের সেচ্ছায় শত চেষ্টা করলেও পানি উন্নয় বোর্ডের সংবাদ দিলেও তাদের কাউকে পাওয়া যায়নি। স্থানীয় কৃষক গোবিন্দ বিশ্বাস বলেন, সব বিক্রি করে ১২ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। আমাদের ভবিষ্যৎ অশ্চিত হয়ে পড়েছে। নিজেরা কি খাব, নাকি গবাদী পশুর কি খাওয়াবো। ঘের মালিক বিমল কুমার মন্ডল বলেন, তার ঘেরের মধ্যে খালে থাকা প্রায় কোটি টাকা মাছ ভেসে গেছে। এলাকার কৃষকদের রোপন করা ধানসহ ভেসে যাওয়া মাছ মিলে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য দীপক কুমার রায় বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৪/৫ গ্রামের হাজার হাজার মানুষ ধসে যাওয়া স্থানে বাঁধ দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এতে এলাকার কৃষকের বছরের পরিবারের ৩০ হাজার মণ খাদ্য ও গো খাদ্যর সংকট দেখা দিবে। এলাকার কৃষকরা ধানের চরম ক্ষতির শিকার হন বলে তিনি দাবী করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন