হোম খুলনাযশোর মধুসূদন গবেষক, কবি খসরু পারভেজের ৬৩ তম জন্মদিন আজ

মধুসূদন গবেষক, কবি খসরু পারভেজের ৬৩ তম জন্মদিন আজ

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ
পরেশ দেবনাথ:
মধুসূদন গবেষক কবি খসরু পারভেজের আজ ৬৩তম জন্মদিন। ১৯৬২ সালের ২৫ ফেব্রুয়ারী তিনি কেশবপুর উপজেলাধীন সাগরদাঁড়ি ইউনিয়নের শেখপুরা গ্রামের এক সম্ভান্ত্র পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা খন্দকার মকবুল আহমেদ ও মাতা লুৎফুন্নেছা লতা।
‘বুকে যদি পাপ থাকে সে বুক ধ্বংস হোক/ চোখে যদি পাপ থাকে সে চোখ অন্ধ হোক/ প্রেমে যদি ঘৃণা থাকে সে প্রেম ছিন্ন হোক/ পথে যদি পাপ থাকে সে পথ রুদ্ধ হোক।’ এই দৃপ্ত উচ্চারণ নিয়ে বাংলা কবিতায় তাঁর সদম্ভ পদচারণা। আশির দশকের উজ্জ্বল কবি খসরু পারভেজ মধুসূদন গবেষক হিসেবে ইতিমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন। বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি হিসেবে খসরু পারভেজ ইতোমধ্যে তাঁর অবস্থানকে সুদৃঢ় করেছেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর জন্মভূমি কেশবপুরের সাগরদাঁড়িতে নিজ প্রচেষ্টায় গড়ে তুলেছেন মধুসূদন স্মারক সংস্থা ‘মধুসূদন একাডেমী’ ও কবি সংগঠন ‘পোয়েট ফাউন্ডেশন বাংলাদেশ’। কর্মজীবনে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের একজন কর্মকর্তা হিসেবে অবসর নিয়েছেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ৪০টি। এর মধ্যে প্রায় ২০টি কাব্যগ্রন্থ, ৯টি গদ্য গবেষণা, ১টি অনুবাদ ও প্রায় ১০টি গ্রন্থ সম্পাদনা করেছেন। তাঁর উল্লেখ্যযোগ্য গ্রন্থ হলো- ভালোবাসা এসো ভূগোলময়, পুড়ে যায় রৌদ্রগ্রাম, ধর্ষণমঙ্গল কাব্য, যশোর রোডে দাঁড়িয়ে, কুড়িয়ে পাওয়া কবিতা, নিঃসঙ্গ শ্যাম্পেন, ‘সক্রেটিসের সাথে, মধুসূদন: বিচিত্র অনুষঙ্গ, আমাদের শিল্পী এস এম সুলতান, সাধিতে মনের সাধ, আমাদের বাউল কবি লালন শাহ, অনুবাদ: মধুসূদনের চিঠি প্রভৃতি। আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার, মহাকবি মধুসূদন পদক. সুকান্ত পদক, কণ্ঠশীলন সম্মাননাসহ বহু সম্মাননা ও পুরস্কার তিনি পেয়েছেন।
খসরু পারভেজের ৬৩তম জন্মদিন উপলক্ষে এবারের একুশে বইমেলায় তাঁর কাব্যগ্রন্থ: ‘পৃথিবী জোড়া প্রেমের কবিতা’, ‘হৃদপুরাণ’ প্রবন্ধ-গবেষণা: ‘জানা অজানা মধুসূদন’, ‘বাঙালির বিষ্ময় মেঘনাদবধ কাব্য’ জীবনী গ্রন্থমালা: মাইকেল মধুসূদন দত্ত, শিল্পী এস এম সুলতান এবং মধুসূদন বিচিত্র অনুষঙ্গ: সম্পাদনা ‘আরো এক বিপন্ন বিষ্ময়’ প্রকাশিত হয়েছে। প্রতি বছর মধুসূদন গবেষক কবি খসরু পারভেজ-এর জন্মদিন পালিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন