হোম জাতীয় ভোটের প্রচারে এআই-এর অপব্যবহার রোধ করতে চায় ইসি

ভোটের প্রচারে এআই-এর অপব্যবহার রোধ করতে চায় ইসি

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

নিউজ ডেস্ক:
আগামী নির্বাচনে ভোটের প্রচারে এআই-এর অপব্যবহার রোধ করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসি বলেন, মিসইউজ অব এআই-আমাদের জন্যও হুমকি। এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে কানাডা। কারণ, কানাডার গত বছরের নির্বাচনেও এটা মোকাবিলা করতে হয়েছে। অভিজ্ঞতা থেকে তাদের পরামর্শ আমরা চেয়েছি। এ বিষয়ে আমরাও বেশ গুরুত্ব দিয়ে কাজ করছি। আশা করি, বিভিন্ন দেশের মতো কানাডার পূর্ণ সহায়তা পাবো। আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কনফিডেন্ট।

মঙ্গলবার (৮ জুলাই) নির্বাচন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রায় দেড় ঘণ্টার মতো বৈঠক শেষে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘এ পর্যন্ত আমাদের বিভিন্ন সেক্টরে যে প্রস্তুতি নিয়েছি, আগামী নির্বাচনে আমরা ঠিকমতো ডেলিভার করতে পারবো কিনা সে বিষয়গুলো জানতে চেয়েছেন ওনারা। আমাদের প্রস্তুতির বিষয়টা বিস্তারিত জানিয়েছি, বিশেষ করে দেশজুড়ে ভোটার সচেতনতামূলক (ভোটার এডুকেশন) কার্যক্রম শুরু করবো।’

তিনি বলেন, ‘ভোটার সচেনতা ক্যাম্পেইনের পাশাপাশি ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, পর্যবেক্ষকদের প্রশিক্ষণ, এজেন্টদের প্রশিক্ষণসহ সার্বিককাজে কানাডা পাশে থাকার কথা জানিয়েছে।’

সিইসি বলেন, ‘কানাডা আমাদের সহায়তার জন্য প্রস্তুত এবং আমাদের আলোচনা অব্যাহত থাকবে। ওনারা চান যে, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন যেন হয়। আমাদের ভোটার নিবন্ধনে নারীদের অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্বারোপ করেছেন, পার্বত্য এলাকায় ভোটার সচেনতামূলক কাজের বিষয়ে জানতে চেয়েছেন। আমাদের প্রস্তুতি চলছে বলে জানিয়েছি।’

ইসির প্রতিশ্রুতি জেনে কানাডার হাই কমিশনার সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান সিইসি।

নির্বাচন কবে বা ভোটের সম্ভাব্য সময়সীমা বিষয়ে কানাডা হাই কমিশনার জানতে চেয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, “উনি (হাই কমিশনার) জানতে চেয়েছেন ভোটের স্পেসিফিক ডেট হয়েছে কিনা, আমি বলেছি ‘নো’ । সময়সীমা নিয়ে কোনও আলাপ হয়নি। সময়সীমা সম্পর্কে আপনারা যা জানেন, আমিও তাই জানি। যেদিন ভোট হবে, তার দুই মাস আগে আমি জানিয়ে দেবো (তপশিল)।’

বিদেশি পর্যবেক্ষকদের ভোটের সময় আসার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নকে অবজারভার হিসেবে কাজ করার জন্য জিজ্ঞেস করেছি। নীতিমালাও প্রায় চূড়ান্ত করে ফেলেছি। ইইউকে বলা হয়েছে, আগেই যেন জানিয়ে রাখা হয়। তাদের ২৮টি দেশের অবজারভারকে সমন্বয় করে পাঠাতে হবে, এ জন্য আগেভাগে স্বাগত জানিয়েছি।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন