হোম অন্যান্যসারাদেশ ভারত থেকে আসা সাতক্ষীরা ১৪২ পাসপোর্ট যাত্রীর মধ্যে ১১ জনের করোনা শনাক্ত, আতংকে সাতক্ষীরা শহর বাসী

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় প্রথম দফায় ভারত ফেরত ১৩৯ জন পাসপোর্ট যাত্রীদের মধ্যে ১২৮ জনকে কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করে বিদায় জানানো হয়েছে। দুপুর সাড়ে ১২টায় শহরের তুফান মোড়ের আবাসিক হোটেল টাইগার প্লাস থেকে অবমুক্ত করণ কার্যক্রম শুরু হয়। এরআগে তাদের হাতে করোনা নেগেটিভ সার্টিফিকেট ও রজনীগন্ধা ফুল তুলে দিয়ে প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

এসময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ তানজিললুর রহমান, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো: শামস ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে ডা. জয়ন্ত সরকারসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। ১৪দিন কোয়ারেন্টাইনে থেকে আজ তারা বাড়িতে ফিরবেন।

এদিকে, ভারতে মহামারি করোনার ভেরিয়েন্ট সংক্রমন বৃদ্ধি পাওয়ার সে দেশ থেকে দেশে ফিরে আসা পাসপোর্ট যাত্রীদের মধ্যে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার খবরে আতংকিত হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন