হোম আন্তর্জাতিক বৈঠকে বসছেন ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রী

বৈঠকে বসছেন ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামী সপ্তাহে চীনা প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে বৈঠক করবেন। পূর্ব লাদাখে দুদেশের সেনাবাহিনী মুখোমুখি অবস্থান থেকে সরে যাওয়ার পর প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে এটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ২০ নভেম্বর লাওসে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের সংগঠন আসিয়ানের দুই দিনব্যাপী সম্মেলন আয়োজিত হতে যাচ্ছে। দুই প্রতিরক্ষামন্ত্রী সেখানে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

২০২২ সালের এপ্রিলের পর প্রথমবারের মতো এই দুদেশের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক হতে যাচ্ছে এটি।

২০২০ সালের মে ও জুন মাসে গালওয়ান উপত্যকা ও পাংগং লেক এলাকায় ভারতীয় ও চীনা সেনাবাহিনী সংঘর্ষে জড়িয়ে পরে। সেসময় ২০ জন ভারতীয় সেনা নিহত হন। ওই এলাকায় তখন উভয় পক্ষই বাড়তি সেনা মোতায়েন করে। তখন থেকে দুদেশের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে থাকে। ফলে দুদেশের আস্থা পুনর্নির্মাণের পদক্ষেপ হিসেবে এই বৈঠকটি বিবেচিত হচ্ছে।

বেইজিং-নয়াদিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনে দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠক হতে যাচ্ছে এটি। এর আগে গত মাসে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ায় সাক্ষাৎ করেছিলেন।

সম্পর্কোন্নয়নের পরবর্তী পদক্ষেপগুলো এখনও অবশ্য স্পষ্ট নয়। এছাড়া, প্রতিরক্ষামন্ত্রীরা সামনে আবারও আলোচনায় বসবেন কিনা, সেটাও সুস্পষ্ট করে জানানো হয়নি। তবে, উভয় পক্ষই ২০২০ সালের পূর্ববর্তী অবস্থানে ফিরে যাওয়ার জন্য একটি বৃহত্তর পরিকল্পনা নিয়ে কাজ করছে।

এদিকে, চলতি বছরের দীপাবলি উৎসবে মিষ্টি বিনিময় করেছে দুদেশের সেনাবাহিনী। গত কয়েক বছরে প্রথমবারের মতো এমন আন্তরিকতা দেখা গেল দুদেশের মধ্যে।

গত চার বছরে উভয় দেশের সেনাবাহিনী শক্তি বৃদ্ধি করেছে। চীন নতুন ঘাঁটি ও অবকাঠামো নির্মাণে প্রচুর বিনিয়োগ করেছে। এর মধ্যে রয়েছে, সেনা মোতায়েনের জন্য সেতু নির্মাণের মতো প্রকল্প। কিছু ঘাঁটির আকারও বিশেষভাবে নজরে এসেছে, যা পূর্ব লাদাখে ভারতীয় সেনাবাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ হতে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন