আন্তর্জাতিক ডেস্ক :
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বিশ্ব গণমাধ্যমেও বইছে শোকের হাওয়া। রানিকে স্মরণ করে সংবাদমাধ্যমগুলোতে ঢালাও করে প্রচার হচ্ছে রানিকে নিয়ে বিভিন্ন খবর। পত্রিকার পাতায় উঠে এসেছে তার জীবদ্দশার নানা গল্পগাঁথা। এমনকি তার মৃত্যুর পর বিশ্বব্যাপী কী ঘটছে সেসবও উঠে আসছে পত্রিকার পরতে পরতে।
দীর্ঘ ৭০ বছরের সিংহাসনে পথচলা, শাসনামল, নানা চড়াই-উৎরাই, কি নেই! বিশ্বের আলোচিত ও প্রধান সংবাদমাধ্যমগুলোর পাতায় পাতায় এখন কেবলই রানি দ্বিতীয় এলিজাবেথের খবর। শব্দের গাঁথুনিতে তুলে ধরা হয়েছে তার দীর্ঘ জীবনের নানা গল্পকাহিনী। রানির মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। শোকের হাওয়া বইছে বিশ্ব গণমাধ্যমেও। রানিকে স্মরণ করে, তাকে শ্রদ্ধা জানিয়ে বিশ্বব্যাপী সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে বিভিন্ন খবর, লাইভ, প্রবন্ধ।
যুক্তরাজ্যের প্রথম সারির পত্রিকা দ্য টাইমসের প্রথম সংস্করণ প্রকাশ করা হয়েছে রানিকে স্মরণ করে। ১৯৫৩ সালে রানির রাজ্যাভিষেকের একটি ছবি দিয়ে সাজানো হয়েছে প্রথম পাতা। শিরোনাম দেয়া হয়েছে ‘আ লাইফ ইন সার্ভিন’। শেষের পাতায় রাখা হয়েছে ১৯৫৭ সালে প্রথম টেলিভিশনে প্রচারিত হয় রানির একটি উদ্ধৃতি। রানির মৃত্যুতে এভাবেই তাকে শ্রদ্ধা জানিয়েছে পত্রিকাটি।
‘দ্য ডেইলি মেইল’ পত্রিকা রানীকে স্মরণ করে বের করেছে বিশেষ সংস্করণ। যেখানে ১৯৫২ সালে তোলা রানির একটি ছবি ব্যবহার করে ‘আওয়ার হার্টস আর ব্রোকেন-আমাদের হৃদয় ভেঙে গেছে’ শিরোনামে একটি প্রবন্ধ লেখা হয়েছে। এটি লিখেছেন পত্রিকার কলামিস্ট সারাহ ভিনে।
দ্য গার্ডিয়ান পত্রিকার প্রথম পাতাজুড়েও চোখে পড়ে দ্বিতীয় এলিজাবেথের নানা খবর। পত্রিকার প্রথম পাতায় রানির রাজ্যাভিষেকের একটি ছবি ব্যবহার করা হয়েছে।
দ্য সান পত্রিকাও রানিকে শ্রদ্ধা জানিয়ে প্রকাশ করেছে ‘উই লাভ আই ম্যাম’ শিরোনামে পত্রিকার বিশেষ সংস্করণ। সংস্করণের প্রথম পাতাতেই স্থান পেয়েছে রানির রাজ্যাভিষেকের ছবির পাশাপাশি সাম্প্রতিক ছবি।
ওয়াশিংটন পোস্টের পুরো ফিডজুড়েই রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুর খবরের পাশাপাশি ব্রিটেনের সিংহাসনে পরবর্তীতে কে বসবেন তা নিয়েও রয়েছে নানা খবর।
সংবাদমাধ্যম আল জাজিরার পুরো ফিডের অনেকখানিজুড়ে কেবল রানি দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে খবর চোখে পড়ে। মায়ের মৃত্যুতে ছেলে রাজা চার্লস-থ্রি অনুভূতি, তার চলে যাওয়ায় বিশ্ব নেতাদের শোক, মৃত্যুর আগে রানির শারীরিক অবস্থা, দায়িত্ব পালনে রানির একনিষ্ঠতা, তার মৃত্যুর পরবর্তী দিনগুলো কেমন হতে পারে-এসব নানা দিক নিয়ে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিরও একই চিত্র। বাদ যায়নি ভারতীয় বিভিন্ন গণমাধ্যমও। সংবাদমাধ্যম এনডিটিভিতে রানির মৃত্যুর পর চার্লসের সিংহাসনে আরোহন নিয়ে শিরোনাম করা হয়েছে। হিন্দুস্থান টাইমসেও প্রধান শিরোনাম করা হয়েছে দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে।
এছাড়াও বিশ্বের নানা গণমাধ্যমের প্রধান শিরোনাম ছিল রানির মৃত্যুর খবরসহ ব্রিটিশ রাজ পরিবার নিয়ে নানা ঘটনা।