রাজনীতি ডেস্ক:
সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলে কারা থাকবেন তা শপথের দিনই জানা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
জাতীয় নির্বাচনের একদিন পর সোমবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রতিমন্ত্রী।
কে হবে বিরোধী দল- সংবাদকর্মীদের এমন প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, অবশ্যই সংবিধান অনুযায়ী যদি দেখা যায়, তাহলে তো লাঙ্গল মার্কা হবে। বাকি স্বতন্ত্ররা থাকবেন। তাদের পরিস্থিতি বোঝা যাবে আগামীতে রাজনীতি কোন দিকে মোড় নেয় তার ওপর।
স্বতন্ত্ররা বিরোধী দল হিসেবে থাকার বিষয়ে তিনি বলেন, ‘সে বিষয়টি এ মুহূর্তে বলা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত শপথ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে বলা যাচ্ছে না।’
নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠিত হতে পারে।
রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদের ভোট। এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নসরুল হামিদ বলেন, রাজনৈতিক বিষয়ক ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে এই নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন খুবই চাপে ছিল। কিন্তু নির্বাচন কমিশন খুবই পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনটি পরিচালনা করেছে।
মাঠ পর্যায়ে শান্তি বজায় রেখে খুবই সুষ্ঠুভাবে নির্বাচন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি। এ ছাড়া বিদ্যমান পরিস্থিতিতে ৪০ শতাংশ ভোট পড়া খুবই সন্তোষজনক বলে মনে করেন নসরুল হামিদ।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে থাকা চ্যালেঞ্জগুলো নিয়ে তিনি বলেন, ‘জ্বালানি খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ধারাবাহিকতা বজায় রাখা। এখন যে ধারাবাহিকতা রয়েছে সেটি বজায় রাখা এবং বিদ্যুৎ ও জ্বালানিকে একটা সহনীয় পর্যায় রাখা। এক্ষেত্রে দুটি বিষয় রয়েছে, একটি হলো গ্রাহক পর্যায়ে দাম সহনীয় পর্যায়ে রাখা। এটিই বড় বিষয়। দ্বিতীয় বিষয়টি হলো ধারাবাহিকভাবে যে উন্নয়ন হয়েছে, সেটি ধরে রাখা। এর পিছনে কাজ করে অর্থায়ন। সেটি ধীরে ধীরে সহনীয় করে নিয়ে আসতে হবে। এই তিনটা বড় চ্যালেঞ্জ হবে। আমি মনে করি, আমরা সেভাবে পরিকল্পনা নিয়েছি।’
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২২৪টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে স্বতন্ত্র থেকে জয়ী হয়েছেন ৬২ জন, জাতীয় পার্টি থেকে ১১ এবং অন্য দল থেকে একজন প্রার্থী জয় পেয়েছেন।
এ ছাড়া নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে এবার ভোট হয় ২৯৯ আসনে। তবে অনিয়ম ও সংঘর্ষের কারণে রোববার (৭ জানুয়ারি) বিকেলে বন্ধ হয় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ভোট। তাই আসনটির ফলাফল স্থগিত রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। রোববার (৭ জানুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী নসরুল হামিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনির সরকার লাঙ্গল প্রতীকে ২ হাজার ৮৬৮ ভোট পেয়েছেন। বিপুর নির্বাচনী এলাকা কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও শুভাঢ্যা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, এবং ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। রোববারের ভোটে সারা দেশের ২৯৯ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৯৭০ প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী।