আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে আবারও জরুরি চিকিৎসা সরঞ্জাম ফেলেছে জর্ডান। গতকাল শনিবার গাজার জর্ডানের ফিল্ড হাসপাতালে দ্বিতীয়বারের মতো জরুরি চিকিৎসা সহায়তা ফেলা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা। জর্ডান নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার জর্ডানের ফিল্ড হাসপাতালের সক্ষমতা বাড়াতে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের সহযোগিতায় এসব চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়েছে।
এর আগে গত রোববার মধ্যরাতে গাজায় জর্ডানের ফিল্ড হাসপাতালে প্রথমবারের মতো জরুরি চিকিৎসা সরঞ্জাম দিয়েছিল জর্ডানের বিমানবাহিনীর সদস্যরা।
তখন জর্ডানের সশস্ত্র বাহিনীর একটি সূত্রের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, জর্ডানের বিমানবাহিনী বিমান থেকে গাজায় ফিল্ড হাসপাতালে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে। গাজায় মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণসহায়তা প্রবেশে দেরি হওয়ায় হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম শেষের পথে ছিল। এ জন্য জর্ডানের বিমানবাহিনী বিমানে করেই এসব চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে।
ওই দিন এক এক্সবার্তায় জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছিলেন, তার দেশের বিমানবাহিনী গাজায় জর্ডানের ফিল্ড হাসপাতালে জরুরি চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল সহায়তা পাঠাতে সক্ষম হয়েছে। গাজায় আহতদের সাহায্য করা তার সেনাবাহিনীর দায়িত্ব।
তিনি বলেন, জর্ডান তাদের ফিলিস্তিনি ভাইদের শক্তিশালী সমর্থক হিসেবে সব সময় পাশে থাকবে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।