হোম জাতীয় বিদেশগামীদের করোনার নেগেটিভ সনদ, কোটি টাকার প্রতারণা

জাতীয় ডেস্ক :

বিদেশগামীদের টার্গেট করে করোনার নেগেটিভ সনদ দেয়ার নামে প্রতারণা। কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ১৪ সদস্য গ্রেফতারের পর মিলেছে ভয়াবহ তথ্য। তাদের কাছে উদ্ধার করা হয়েছে নগদ টাকা, মোবাইল ও সিমকার্ড।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাওরানবাজারে মিডিয়া সেন্টারে এ কথা জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, বিদেশগামী যাত্রীদের টার্গেট করে করোনা পরীক্ষার পজিটিভ ফল নেগেটিভ করে দেওয়ার টোপ দিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ এই প্রতারক চক্র। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৩ ফেব্রুয়ারি রাতে চক্রের প্রধান বেলালসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়। স্বীকারোক্তিতে তারা দেয় ভয়ানক তথ্য। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ প্রায় ৭ লাখ টাকা, ১২০টি মোবাইল সিমকার্ড, সিম অ্যাক্টিভ করার একটি ফিঙ্গার প্রিন্ট মেশিনসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে প্রতারক চক্রের মূলহোতা বেলাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে গত মার্চ ২০২১ সালে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য কুমিল্লা জেলার একটি হাসপাতালে করোনা টেস্ট করার পর অজ্ঞাত এক ব্যক্তি ওই হাসপাতালের ডাক্তার পরিচয় দিয়ে তার করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে বলে জানায়। ওই অজ্ঞাত ব্যক্তি দশ হাজার টাকার বিনিময়ে বেলালের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ করার প্রতিশ্রুতি দিলে, সে চড়া মূল্যের টিকেট নষ্ট না করে ওই অজ্ঞাত ব্যক্তিকে বিশ্বাস করে দশ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ মোবাইলে এসএমএস এর মাধ্যমে করোনা পজেটিভ ফলাফল প্রেরণ করে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে ওই অজ্ঞাত পরিচয়ধারী কেউ উক্ত হাসপাতালে কর্মরত নেই বলে জানতে পারে এবং সে বুঝতে পারে সে প্রতারিত হয়েছে।

যেহেতু প্রতারণার এই প্রক্রিয়াটি খুবুই ঝুঁকিপূর্ণ তাই বেলাল তার মধ্যপ্রাচ্যের ভিসা সচল রাখার জন্য পুনরায় ডিসেম্বর মাসে বিদেশ গমণ করে এবং জানুয়ারি মাসে প্রতারণার কার্যক্রম চালিয়ে যায়, পরে ফেব্রুয়ারিতে সে দেশে আসলে বেলালকে গ্রেফতার করে র‍্যাব।

এসময় প্রতারণা বন্ধে রাস্তা বা যে কোন স্থান থেকে সিম কেনার ক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ দেয় র‌্যাব। না হলে এমন চক্র বারবার ফিঙ্গার প্রিন্ট নিয়ে তাদের নামে সিম অ্যাক্টিভ করে প্রতারণার কাজে ব্যবহারের সুযোগ পাবে।

করোনা পরীক্ষার রিপোর্ট বদলে দেয়ার আশ্বাস দিয়ে ১ হাজারের বেশি বিদেশগামীর কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার করে টাকা নেয়া হতো বলে জানিয়েছে র‌্যাব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন