হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখার দাবিতে মুক্তিযোদ্ধা কমান্ডের মানববন্ধন

বাগেরহাটের মোল্লাহাটে জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখার দাবিতে মুক্তিযোদ্ধা কমান্ডের মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 103 ভিউজ

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে আজ রবিবার (১৩ ডিসেম্বর) “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই স্লোগানকে সামনে রেখে জাতির পিতার সম্মান, অক্ষুন্ন রাখার প্রত্যয়ে মোল্লাহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহীনুল আলম ছানা, উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্ব প্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাফ্ফারা তাসনীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান আলী হায়দার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, ইউনিয়ন কমান্ডের নেতৃবৃন্দ, সকল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও উপজেলা আওয়ামী লীগ, ও সকল সহযোগি এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন