হোম খেলাধুলা বাংলাদেশের সামনে সেরা পাঁচের হাতছানি

খেলাধুলা ডেস্ক :

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে বরাবরই দুর্বল বাংলাদেশ। র‌্যাংকিংয়েরও তলানিতে অবস্থান মাহমুদউল্লাহ বাহিনীর। তবে জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ খেলার পর আসন্ন নিউজিল্যান্ড সিরিজে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সেরা পাঁচে উঠে আসার সুযোগ থাকবে টিম টাইগার্সের।

মূলত শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের ফলে এই সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী মাসে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ধবরধোলাই করতে পারলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠবে বাংলাদেশ।

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ২৩৪ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে দশম। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজটি ৪-১ ব্যবধানে জিতলে র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠবে বাংলাদেশ। তখন টাইগারদের রেটিং হবে ২৪৪।

তবে শীর্ষ পাঁচের মধ্যে জায়গা পেতে হলে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে হবে। সিরিজে বাংলাদেশ ৫-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে ২৪৮। যদি ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ, তবে ২৪১ রেটিং নিয়ে অবস্থান হবে ৬ নম্বরে।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত দশবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবগুলোতেই পরাজয় সঙ্গী হয়েছে। এবার টাইগাররা সেই জয়ের বন্ধ্যাত্ব ঘুচাতে পারবে কিনা, সেটিই এখন দেখার বিষয়। ২০১৩ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে মাত্র একবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ২০১৩ সালের ওই ম্যাচে টাইগাররা হেরেছিল ১৫ রানে।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দল ঘোষণা করে বোর্ড। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব।

ব্যক্তিগত কারণে তিনজনই সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে এই তিনজন ফিরলেও অস্ট্রেলিয়া সিরিজের একজন বাদ পড়েছেন। তিনি হলেন মোহাম্মদ মিঠুন। এছাড়া চোটের কারণে কিউইদের বিপক্ষে এই সিরিজে দলে নেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া বধ করার পর এবার টাইগারদের ডেরায় আসছে কিউইরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে মাহমুদউল্লাহ বাহিনী। আগামী ২৪ আগস্ট পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দল।

বাংলাদেশ সফরের জন্য ইতোমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সফরে আসছেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ছাড়াও মূল দলের বেশিরভাগ খেলোয়াড়।

আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে বাংলাদেশ-নিউজিল্যান্ড খেলার সময়মসূচিতে আনা হয়েছে পরিবর্তন। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ তাদের দেশে সম্প্রচার করা হয়নি। তবে নিউজিল্যান্ডে তা হচ্ছে না। তাদের দর্শকদের কথা মাথায় রেখে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোর সময় এগিয়ে আনা হচ্ছে। সন্ধ্যায় শুরু হওয়ার কথা থাকলেও সফরকারী দলের দর্শকদের কথা মাথায় রেখে ম্যাচগুলো শুরু হতে পারে স্থানীয় সময় বিকেল ৪টায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন