বাণিজ্য ডেস্ক:
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ২০২২ সালে রমরমা ব্যবসা করেছে জ্বালানি তেল কোম্পানি বিপি। কিন্তু চলতি বছরে এসে নির্ধারিত মুনাফাই তুলতে পারেনি প্রতিষ্ঠানটি।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে বিপির মুনাফার লক্ষ্যমাত্রা ছিল ৪ বিলিয়ন ডলার। আগের বছরের তুলনায় অর্ধেক মুনাফার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেও পূরণে ব্যর্থ হয় বিপি।
চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বরে বিপির মুনাফা হয়েছে ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার। গত বছর একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ৮ দশমিক ১ বিলিয়ন ডলার। মাত্র এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক মুনাফা কমেছে প্রায় ৫ বিলিয়ন ডলার।
বর্তমানে তেলের দাম বাড়তি থাকার পরও কেন মুনাফার পরিমাণ কমে আসলো এমন প্রশ্নের ব্যাখ্যা দিয়ে বিপি জানিয়েছে,
তেলের দাম বাড়লেও রাশিয়া-ইউক্রেন সংকটের সময় যে পরিমাণ বেড়েছিল তার তুলনায় অপ্রতুল। এতে করে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা সম্ভব হয়নি।
অবশ্য বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ার পাশাপাশি বিপির অভ্যন্তরীণ সমস্যা মুনাফা আদায়ের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে মতামত ব্যবসা বিশ্লেষকদের।
গত মাসে বিপির প্রধান নির্বাহী (সিইও) বার্নাড লুনি চাকরি ছেড়ে দেয়ার পর এখন পর্যন্ত স্থায়ী কাউকে সিইও পদ দেয়া হয়নি। এতবড় কোম্পানিতে এক মাস ধরে স্থায়ী কোনো সিইও নেই এ বিষয়টি বিপির সার্বিক আয়ে প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকেই।
তবে বিপির ভারপ্রাপ্ত সিইও মুরি অকিনক্লস বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন,
লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারার বিষয়টি সাময়িক। শিগগিরই বিপি আবার ঘুরে দাঁড়াবে।