ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উপলক্ষে বেতাগায় তিনদিন ব্যাপি বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
পহেলা বৈশাখ আর বৈশাখী মেলা মানেই মানুষের মাঝে প্রাণের স্পন্দন। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য এই মেলা। মেলায় নানা স্বাদের খাবার, চুরি-ফিতা, খেলনার পাশাপাশি সাথে রয়েছে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। আর নাগরদোলায় হাওয়ায় ভেসে নববর্ষের নতুন মুহূর্তগুলোকে উপভোগ করছেন শিশু-কিশোর ও যুবক-যুবতী। ১৪ এপ্রিল পয়লা বৈশাখ হলো বাঙালির আরো একটি নতুন বছর। পয়লা বৈশাখকে বরণ করতে আনন্দে মেতে ওঠে ফকিরহাটের সর্বত্র।
এ ছাড়া বেতাগা খোলা মাঠের বড় পরিসরে ছোটদের খেলনা, হাতে তৈরি বিভিন্ন মৃৎশিল্পের সামগ্রী এবং বিভিন্ন ধানের মুড়ি, কদমা, বাতাসা, জিলাপি, মিষ্টিসহ হরেক রকম খাদ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। রয়েছে কাঠ-বাঁশের তৈরি গৃহস্থালি জিনিসপত্র থেকে শুরু করে প্রসাধনসামগ্রী।
এ ছাড়া মেলায় উঠেছে হরেক রকমের কুটিরশিল্প আর হস্তশিল্পের বাহারি প্রদর্শনী। দেখা মেলে বাংলার ঐতিহ্য মাটির তৈরি বিভিন্ন পণ্যের। মেলায় অসংখ্য দর্শনার্থীদের ভীড়ে মুখরিত হয়ে উঠেছে।
বৃহস্পতিবার সন্ধায় তিনদিন ব্যাপি এই মেলা ফিতা কেটে, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, এসিল্যান্ড বিধান কান্তি হালদার, মডেল থানার ওসি মু.আলিমুজ্জামান, ফকিরহাট পল্লী বিদ্যুতের ডিজিএম আহসানুল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।