হোম ফিচার ফকিরহাটে টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :

বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে গত তিন দিন ধরে ফকিরহাটে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। দমকা বাতাসের সাথে কখনও হালকা থেকে মাঝারি, আবার কখনও ভারি বৃষ্টিতে বিভিন্ন স্থান জলমগ্ন হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বেড় হচ্ছেন না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত তিন দিনের বৃষ্টিপাতে উপজেলার সর্বস্তরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর বিভিন্নভাবে প্রভাব পড়েছে। অনেক রাস্তাঘাট, ঘরবাড়ির আঙিনা, কৃষিক্ষেত ও মাছের ঘের জলমগ্ন হয়ে পড়েছে। আর্থিক ক্ষতির মুখে পড়েছে অনেক কৃষক ও ব্যবসায়ী। তবে সব থেকে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। লোকজন বাইরে বের না হওয়ার কারণে যাত্রীর অভাবে ভ্যান রিক্সা চালকদের অলস বসে থাকতে দেখা যায়। কেউ কেউ আবার যাত্রীর আশায় বৃষ্টিতে ভিজে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা গেছে।

ফকিরহাট বাজার, কাটাখালী, মানসা, কাঁঠালতলা, বিশ্বরোড বাসষ্ট্যান্ড মোড়ে পান-সিগারেট ও চায়ের দোকানে ক্রেতা শূন্য থাকায় জ্বলছে না উনুন। কেটলী, ফ্লাক্স গুছিয়ে বসে থাকতে দেখা যায় চা বিক্রেতাদের। কাজ বন্ধ থাকায় দিন মজুর হিসেবে কাজ করা নির্মাণ শ্রমিকদেরও দেখা মেলেনি কোথাও। বিভিন্ন দোকানের পাশে জড়োসড়ো হয়ে বসে থাকতে দেখা যায় ছিন্নমূল মানুষদের। ফকিরহাট উপজেলা পরিষদের পাশে মানসিক ভারসম্যহীন এক ছিন্নমূল বৃদ্ধাকে আধাভেজা হয়ে তার কুটিরে বসে থাকতে দেখা যায় এ সময়।

ফকিরহাট উপজেলা মোড় এলাকায় দুপুরে যাত্রীর আশায় দাঁড়িয়ে থাকা ভ্যান চালক আ. রহমান বলেন, সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভ্যান নিয়ে বসে আছি। এখন পর্যন্ত মাত্র ২৬ টাকা আয় করেছি। দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে না খেয়ে মরতে হবে।

ফকিরহাট উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান বলেন, ভারি বৃষ্টিতে রোপা আমনের ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক স্থানে ধান গাছ নুয়ে পড়েছে। এ ছাড়াও শীতের আগাম সবজি চাষও চরম ক্ষতির মুখে পড়েছে। তবে বর্ষণ না কমার কারণে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাচ্ছে না।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সবুর আলী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষ আবেদন করলে এবং তা জেলা সমন্বয় সভায় অনুমোদিত হলো আমরা সহায়তা করে থাকি।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ মানুষের ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহায়তা করা হবে। এছাড়া দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওহায় সহায়তা করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন