হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখার প্রত্যয়ে প্রতিবাদ সভা

ফকিরহাটে জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখার প্রত্যয়ে প্রতিবাদ সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 109 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের উদ্যোগে শনিবার, সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান অক্ষুন্ন রাখার প্রত্যায়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা জানায়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান, সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার মজুমদার, প্রাণী সম্পদ অফিসার ডা: পুস্পেন কুমার শিকদার, কৃষি অফিসার নাছরুল মিল্লাত, কৃষি সম্প্রসারণ অফিসার শারমিনা শামীম, তন্ময় দত্ত, সমাজসেবা অফিসার মো: সবুর আলী, প্রাথমিক শিক্ষা অফিসার অশীষ কুমার নন্দী, সহকারি শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ, সমাবায় অফিসার মিলন কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, প্রোগ্রাম অফিসার শাহিনা আক্তার, একাডেমিক সুপারভাইজার মো: আসুদুজ্জামান, ডা: শিশির বসু সহ বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন