হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট সহ দেশের বিভিন্ন স্থানে চলছে পরিবেশ বান্ধব শামুক নিধন

ফকিরহাট সহ দেশের বিভিন্ন স্থানে চলছে পরিবেশ বান্ধব শামুক নিধন

কর্তৃক
০ মন্তব্য 154 ভিউজ

 ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট সহ দেশের বিভিন্ন স্থানে কৃষি ও জলাভূমি থেকে চলছে পরিবেশ বান্ধব শামুক নিধন। পরিবেশ বান্ধব এই জলজপ্রাণী শামুক অব্যাহতভাবে আহরণের ফলে একদিকে যেমন এ প্রজাতিটির অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম হয়েছে, তেমনি পরিবেশের ক্ষতি হচ্ছে। আহরিত শামুকের মাংস বিভিন্ন মৎস্য ঘেরে মাছের খাদ্য হিসেবে ব্যবহার হওয়ায় শামুক এখন মূল্যবান পণ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

পাশাপাশি শামুক ভেংগে জীবিকা নির্বাহ করছে অসংখ্য অসচ্ছল পরিবার। ফকিরহাটের ফলতিতা এলাকায় বিভিন্ন রাস্তার পাশে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত অসংখ্য দরীদ্র নারী-পুরুষ শামুক ভেংগে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন।

কয়েকজন নারী শ্রমিকরা জানান, ঘের মালিকদের শামুক ভেংগে দেয় তারা। প্রতি বস্তা শামুক ভেংগে দিলে তারা পেয়ে থাকে ৬০টা। এসব শ্রমিকরা প্রতিদিন ৪ থেকে ৫বস্তা শামুক ভাংতে পারে বলে জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন