হোম আন্তর্জাতিক প্রথমবার পারমাণবিক হামলার জন্য ডিজাইন করা আইসিবিএম ছুড়ল রাশিয়া

প্রথমবার পারমাণবিক হামলার জন্য ডিজাইন করা আইসিবিএম ছুড়ল রাশিয়া

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে হামলায় প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ছুড়ল রাশিয়া। কিয়েভের বিমান বাহিনী বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনে হামলার সময় এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে মস্কো।

আইসিবিএমটি হাজার হাজার কিলোমিটার দূরে পারমাণবিক হামলা চালানোর জন্য ডিজাইন করা। তবে এই ক্ষেপণাস্ত্রটিতে কী ধরনের ওয়ারহেড ছিল বা কী ধরনের বিস্ফোরক ছিল, তা ইউক্রেনীয়রা স্পষ্ট করেনি। যদিও এটিতে পরমাণু অস্ত্রসজ্জিত ছিল, এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

মস্কোর হুঁশিয়ারি সত্ত্বেও চলতি সপ্তাহে রাশিয়ার গভীরের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশদের দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউক্রেন। কিয়েভের এই হামলা ৩৩ মাস ধরে চলা যুদ্ধে দ্রুত উত্তেজনা বৃদ্ধির সর্বশেষ গুরুতর পদক্ষেপ ছিল।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি নিশ্চিত হলে এটিই হবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম সামরিক ব্যবহার- পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম যাকৌশলগত অস্ত্র। এটি রাশিয়ার পারমাণবিক প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ইউক্রেনের বিমান বাহিনীর বিবৃতির বিষয়ে রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বিমান বাহিনীর বিবৃতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের মন্তব্যের জন্য রুশ সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে কিয়েভভিত্তিক সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ছিল আরএস-২৬ রুবেজ। এটি ৫ হাজার ৮০০ কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ অনুসারে, আরএস-২৬ প্রথম ২০১২ সালে সফলভাবে পরীক্ষা করা হয়েছিল। অনুমান করা হয় এটি ৪০ ফুট দীর্ঘ এবং ৩৬ টন ওজনের। এটি ৮০০ কেজি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে।

কী লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা বিমান বাহিনী জানায়নি। তবে আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলায় একটি শিল্প প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে এবং ডিনিপ্রো অঞ্চলে আগুন লেগেছে। আহত হয়েছেন দু’জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন