হোম জাতীয় পানি কমতে শুরু করায় তিস্তাপাড়ে স্বস্তি

জাতীয় ডেস্ক:

তিস্তার পানি কমতে শুরু করায় স্বস্তি প্রকাশ করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা পাড়ের মানুষ। গতকাল থেকে নদীতে পানি বাড়তে থাকায় ও প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং করার পর থেকে বড় ধরনের বন্যা নিয়ে ভীতির মধ্যে পড়ে তিস্তা পাড়ের মানুষ।

বুধবার (০৪ অক্টোবর) রাত থেকে পানি বাড়লেও আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরের পর থেকে সেই ভীতি কাটিয়ে কমতে শুরু করেছে তিস্তার পানি ।

গণমাধ্যমে পাঠানো গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী এখন বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এ নদীর পানি।

তবে টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে গাইবান্ধায় বাড়তে শুরু করেছে ঘাঘট ও ব্রহ্মপুত্র নদের পানি। ১২ ঘণ্টার ব্যবধানে ব্রহ্মপুত্র নদের পানি ৪১ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এ দুটি নদীর পানি এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তা নদীর কাপাসিয়া এলাকার মাজেদা বেগম বলেন, ‘বন্যা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। গবাদি পশু ও ধানের ক্ষেত কী হবে এ নিয়ে গত রাতে ঘুমাতে পারিনি। কিন্তু পানি কমতে থাকায় আল্লাহ রক্ষা করেছে।

লালচামার এলাকার আমিনুল ইসলাম জানান, গতরাত থেকে বন্যার খবর শুনে এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু পানি না বাড়ায় এখন সবাই নিজ বাড়িতে আছে। তবে টানা বৃষ্টিতে স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল ইসলাম জানান, উজান থেকে নেমে আসা পানির পরিমাণ কমতে শুরু করায় গাইবান্ধার তিস্তা নদী এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামীকাল থেকে আবারও পানি বাড়তে পারে। তবে যে ধরনের বড় বন্যার আশঙ্কা করা হয়েছিল, আপাতত সে ধরনের বন্যার সম্ভাবনা নেই।

বুধবার ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে তিস্তা নদীর পানি সমতলে দ্রুত বৃদ্ধি পাওয়ায় বড় ধরনের বন্যার পূর্বভাস দিয়েছিল পানি উন্নয়ন বোর্ড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন