আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটি ৯ মার্চ অনুষ্ঠিত হবে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির নির্বাচন কমিশনের (ইসিপি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন শিগগিরই তফসিল ঘোষণা করবে।
ইসিপির একাধিক সূত্র বলেছে, কেন্দ্র এবং প্রদেশগুলোতে সরকার গঠনের সিনেট নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। জাতীয় পরিষদের সদস্যদের শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্র বলছে, ৯ মার্চ পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। পিপিপি ও পিএমএল-এন তাদের ক্ষমতা ভাগাভাগির আলোচনার সময় রাষ্ট্রপ্রধান হিসেবে আসিফ আলি জারদারির নাম প্রস্তাবের বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।
গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশিসংখ্যক আসনে জয় পান। তবে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) অন্য কয়েকটি দল নিয়ে জোট সরকার গঠন করার ঘোষণা দিয়েছে।
গত, ১৬ ফেব্রুয়ারি ভোটে কারচুপি-জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বাতিলের জন্য দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেন আলী খান নামে এক পাকিস্তানি। কিন্তু পরপর দুদিন সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হলেও, আবেদনকারী আলী খান সেখানে উপস্থিত হননি।
পরে আবেদনকারীর অনুপস্থিতির কারণে আবেদন খারিজ করে দেন পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা। একই সঙ্গে আলী খানকে ৫ লাখ রুপি জরিমানা করেন সর্বোচ্চ আদালত।