জাতীয় ডেস্ক :
আবাসিকে বৈধ গ্যাস সংযোগ বন্ধ থাকলেও থেমে নেই অবৈধ সংযোগ। চোরাইভাবে নেয়া এসব সংযোগ বিচ্ছিন্ন করতে রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি করা হয় জরিমানাও।
২০১০ সাল থেকে বন্ধ আছে আবাসিক গ্যাস সংযোগ দেওয়া। এ ১১ বছরের মধ্যে দুবার স্বল্প সংখ্যক সংযোগ দেওয়া হয়। কিন্তু এ সুযোগে বেড়েছে অসাধু চক্রের দৌরাত্ম্য।
অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে মাঠে নেমেছে তিতাস। রাজধানীর মিরপুরের ভাসানটেকের জাহাঙ্গীরের বস্তিতে অভিযানে দেখা যায় একটি সোর্স থেকেই শতাধিক ঘরে সংযোগ দেওয়া হয়েছে। অভিযুক্ত তিন জনকে করা হয় ১০ হাজার টাকা জরিমানা। বস্তিবাসীরা জানান, কয়েক মাস আগে গ্যাস সংযোগ পেয়েছেন তারা।
এরপরই অভিযান চলে পূর্ব শেওড়াপাড়ার দুটি বহুতল ভবনে। যেখানে ৫টি চুলার অনুমোদন থাকলেও চোরাই লাইনে গ্যাস ব্যবহার করা হচ্ছে পুরো ভবনে।
অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে পর্যায়ক্রমে সব এলাকায় অভিযান চলবে বলে জানিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হক।
গত একমাসে মিরপুর, বনানী, গুলশান ও কেরানীগঞ্জে অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চালায় তিতাস। গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাসের বৈধ সংযোগ আছে ২৮ লাখ। আর অবৈধ সংযোগ আছে কয়েক লাখ।