রাজনীতি ডেস্ক:
বেগম খালেদা জিয়ার আসন খ্যাত ফেনী-১ এ পঞ্চাশ বছর পর জয় এলো আওয়ামী লীগের ঘরে। রোববার ( ৭ জানুয়ারি) ভোট দিয়ে নৌকার বৈঠা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের হাতে তুলে দেন ভোটাররা।
আসনটিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এক লাখ ৮৭ হাজার ৭৬০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের শাহরিয়ার ইকবাল পেয়েছেন ৪ হাজার ১৯৫ ভোট। এই আসনে মোট ৩ লাখ ৫৯ হাজার ৩০৯ ভোটার এক লাখ ৯৫ হাজার ৬৯৮ দিয়েছেন। যা মোট ভোটের ৫৪ দশমিক ৪৬ শতাংশ।
সংসদীয় ২৬৫-ফেনী-১ আসন পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া উপজেলার দুটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত।
গত ১১টি সংসদ নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগ একবার, বিএনপি-ছয়বার, জাতীয় পার্টি দুবার, মহাজোট শরীক জাসদ দুবার জয় পেয়েছিলেন। এরমধ্যে খালেদা জিয়া ৫ বার জয়ী হয়েছিলেন।
আসনটিতে গত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরীক দল হিসেবে জাসদের শিরিন আখতার নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। এবার শরীকদের আসন ভাগাভাগিতে ফেনী-১ আসনে জাসদের শিরিন আখতারকে আওয়ামী লীগ ছাড় দেয়নি। ফলে নৌকা প্রতীক তুলে দেয়া হয় বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সাবেক সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের হাতে।
আসনটিতে স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সাংবাদিক এবিএম মূসা নির্বাচিত হন। এরপর লে. কর্নেল জাফর ইমাম (অব.) ৭৯’তে বিএনপির ধানের শীষ প্রতীকে একবার, ৮৬ ও ৮৮’তে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ২ বার, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচিত ৫ বারের মধ্যে ২০০১ ও ২০০৮ সালে আসন ছেড়ে দেয়ার পর তার ছোট ভাই মেজর সাইদ ইসকান্দর (অব.), উপ নির্বাচনে নির্বাচিত হন।
২০১৪ ও ২০১৮ সালে মহাজোটের শরীক দল জাসদের শিরিন আক্তার নৌকা প্রতীক নিয়ে ২ বার নির্বাচিত হন।
স্বাধীনতার পর ১৯৭৩ সালে সর্বশেষ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফেনী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন প্রথিতযশা সাংবাদিক এবিএম মূসা। সেইবার নৌকা প্রতীক নিয়ে তার নির্বাচনী প্রচারণায় আসেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামাল। এরপর এ আসন থেকে আওয়ামী লীগ আর কখনও জয়ী হতে পারেনি।
১৯৯১ সাল থেকে ফেনী-১ আসনে পৈত্রিক ভিটা সূত্রে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার পৈত্রিক ভিটা এখানে ছিল এমন সূত্র ধরে এ জনপদে বিএনপির একটি জোয়ার তৈরি হয়েছিল। তারপর সর্বশেষ দুবারের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মহাজোটের প্রার্থী জাসদ নেত্রী শিরিন আখতার বিজয়ী হয়েছেন।
এবার ৫০ বছরের নির্বাচনী খরা কাটিয়ে ভোটের জোয়ারে নির্বাচিত হন আওয়ামী লীগের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।