নড়াইল অফিস :
নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু কাটা বন্ধে নৌপুলিশের অভিযানে ৩টি ড্রেজার, ১টি ভলগেট সহ ৫ জনকে আটক করেছে বড়দিয়া নৌপুলিশ। এর আগে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দেওয়াডাঙ্গা-কুলসুর ঘাট এলাকায় কয়েক’শ এলাবাসী লাঠীসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ঘাটে বিক্ষোভ করে নদী থেকে ৩০টি ড্রেজার উঠিয়ে দিতে বাধ্য করে।
কালিয়া বড়দিয়া নৌ ফাড়ির ইনচার্জ, এস আই আসলাম বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, একবছর ধরে কালিয়ার প্রভাবশালী যুবলীগ নেতা রবিউল ইসলাম খানের নেতৃত্বে কোন ইজারা ছাড়াই দৈনিক অন্তত ৫০টি ড্রেজার বসিয়ে ১৫০ ট্রলারে বালু উত্তোলন করে। এভাবে বালু উত্তোলণের ফলে একটি বাজার, ৩টি মসজিদ, ১টি মন্দির সহ কয়েক’শ একর ফসলি জমি নদীতে ভেঙ্গে গেছে।
দেওয়াডাঙ্গা ও নোয়াগ্রামের আসলাম, জহির মোল্যা, ইলিয়াজ মোল্যা জানান, এই নদীর কিনারা থেকে এভাবে বালু উত্তোলণের ফলে আমাদের একটি বাজার, ৩টি মসজিদ, ১টি মন্দির সহ কয়েক একর ফসলি জমি নদীতে ভেঙ্গে গেছে।
দেওয়াডাঙ্গা গ্রামের লিটন সর্দার বলেন, এলাকাবাসীর পক্ষে কয়েক দফা লিখিত অভিযোগ করার পরেও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থাই নেয়নি। তাই বাধ্য হয়ে এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে।
কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনুর মোহাম্মাদ আনু বলেন, স্থানীয় প্রবাবশালী মহল বালু উত্তোলণ করে কোটি টাকা আয় করছে। এতে সাধারণ জনগনের পাশাপাশি নদীর ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রশাসনের দৃষ্টি এদিকে লাগেনি। তাই জীবন বাচাতে সাধারন জনগণ নদী থেকে ড্রেজার সরাতে বাধ্য হয়েছে।
সরেজমিন দেখা যায়, নবগঙ্গা নদীর দেওয়াডাঙ্গা ঘাট এলাকায় দুই পারে প্রায় ৩০টির অধিক ড্রেজারে বালু উত্তেলণরত ,প্রায় ১০০টি বালুবাহী জাহাজ বালু বহন করছে। নদীর পাড় ধ্বসে রাস্তাসহ ফসলি জমি নদীর মধ্যে বিলীন হয়ে গেছে।
ঠিকাদার রবিউল ইসলাম খান, এর লোকেরা ঘাঠে অফিস বসিয়ে বালুর ব্যাবসা নিয়ন্ত্রণ করছেন।সাংবাদিকের উপস্থিতির পরে বিভিন্ন জায়গায় ফোন করে ছবি তুলতে নিষেধ করেন।
ঠিকাদার প্রতিনিধি আশরাফ হোসেন বলেন, এটা ডিসি, এসপি, এমপি সবাই জানেন। তবে ইজারা আছে কিনা আমার জানা নেই।
অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে কালিয়া উপজেলা যুবলীগের আহŸবায়ক ঠিকাদার রবিউল ইসলাম খান বলেন,আমি চর এজারা ডেকে,আমি লোয়েষ্ট হয়ে চর কিনিছি ,বৈধ কি অবৈধ সেটা প্রশাসনের লোক ভালো বুঝতে পারবে।
s