হোম অন্যান্যসারাদেশ নড়াইলে খাল খননে অনিয়মের অভিযোগ

নড়াইলে খাল খননে অনিয়মের অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 113 ভিউজ

নড়াইল অফিস:

নড়াইলের শাহাবাদ ইউনিয়নের জুড়লিয়া ও মালিডাঙ্গা গ্রামে খাল খননে অনিয়মের অভিযোগ করেছেন এলাকাবাসি । সরেজমিনে ঘুরে দেখা যায় খালের বিভিন্ন জায়গায় বাধ রেখে খনন করা হয়েছে। সুবিধাভোগীরা মনে করেন এ ভাবে কাজ শেষ হলে খালটি আমাদের কোন কাজে আসবে না । খালটি নিয়মমাফিক হলে, সবসময় পানি পাওয়া যাবে এবং শুক্ন্ মৌসুমে খালে পানি থাকবে ফলে কৃষিকাজে সহায়ক হবে এবং এলাকার মানুষের উপকৃত হবে । ১৬ লাখ টাকা ব্যায়ে প্রায় ২ হাজার মিটার লম্বা গুরুত্বপুর্ণ এই খালটি জুড়লিয়া পশ্চিমপাড়া থেকে শুরু হয়ে মালিডাঙ্গা মাঠে গিয়ে মিশেছে।

কৃষক সেলিম কবিরাজ বলেন ,খাল যেভাবে কাটা হচ্ছে এই কাটলে আমাদের কোন কাজে আসবেনা । খালের যদি মাঝে মাঝে বন্ধ থাকে তাহলে এলাকার কিছু সুবিধাবাদী মানুষ মাছ চাষ করে খাবে, এতে আমাদের কোন উপকার হবেনা। এছাড়া খালের দুইপাড়ে যেভাবে মাটি ফেলা হচ্ছে অল্পদিনেই খাল আবার বন্ধ হয়ে যাবে।

কৃষক সুজন মোল্যা ও সাইদুর রহমান বলেন, আমাদের দাবী খালটি সঠিকভাবে সংস্কার করা হোক । খালের মাঝখানে বাধ রেখে সংস্কার করলে আমাদের কি লাভ হবে । বরং সরকারের টাকা সরকারের ঘরে থাকলে অপচয় হবেনা।

এ বিষয়ে টিকাদার রিপন বিশ্বাসের সাথে কথা বললে তিনি জানান,এলাকার জনপ্রতিনিধিরা আমাকে যে ভাবে কাজ করতে বলেছে আমি সেই ভাবে করছি । আমার কাজ এখনো শেষ হয়নি, এলাকাবাসি ও জনপ্রতিনিধিরা যে ভাবে বলবেন আমি সেই ভাবেই সিডিউল মেনে কাজ শেষ করবো ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন